আমি আসবো
আমি আসবো


ব্যথার বিষ শেষ হলেও
ক্লান্তির অবশেষ হলেও
তোমার প্রয়োজনের কাছে বাড়তি হলেও
আমি আসবো, শর্তের দড়ি ছিঁড়ে
তোমার রক্ত হবো;
তোমার ধমনী শিরায় তোমার শরীরের কল্লোলের কলোনিতে।
বসন্তের আকাশি চাঁদ অপছন্দ হলেও
আমি আসবো, জন্মের সূত্র ধরে
তোমার রক্ত হবো ;
আগামী দিনে তোমার ক্লেশের ভেতর লবঙ্গ যোনির লাবণীতে।
ব্যথার বিষ শেষ হলেও
ক্লান্তির অবশেষ হলেও
আমি আসবো ........