STORYMIRROR

Debasmita Ray Das

Romance

5.0  

Debasmita Ray Das

Romance

আমার-তুই

আমার-তুই

1 min
13K


তোর আবছা আলোয় রেঙ্গে

দিলাম মনের পর্দা ভেঙ্গে

তোর খুশির জোয়ারে ভেসে

দিলাম একফালি রোদ হেসে।

তোর কোটরখানি ছাদ

জানি মিটবেনা তার স্বাদ

তোর গগনভরা আলো

জানি আঁতুরঘরের ভালো।

তোর হালকা মিঠে গন্ধ

মনে জাগায় সবুজ ছন্দ

তোর মনের মেঘের খোঁজ

আমায় বৃষ্টি দেয় রোজ।

তোর আঁচলভরা মাটি

আমি সাবধানে হাত পাতি

তোর কাজলকালো নয়ন

করে শব্দমালা চয়ন।

তোর চোখের তারায় আলো

যার সবটুকুতেই ভালো

তোর মনমাতানো হাসি

আমি আবার ফিরে আসি।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance