আমার পরিবার
আমার পরিবার


জগৎসভার ভিড়ের মাঝে
নিজেকে পেলাম আমি ,
সুখ-দুঃখে পাশে পেলাম
পরিবার আমার দামী ।
সকালবেলা দিনের শুরু
মনের মাঝে খুশী ,
রোজকার জীবন মেলায়
সবার চেয়ে খুশী ।
গুরুজনের আশিস মাথায়
ছোটদের আহ্লাদ ভালোবাসা ,
এমনিভাবেই থাকতে চাই
নিয়ে় সবার আশা ।।