আমার কেউ নয়
আমার কেউ নয়
যে দেশ জাত, ধর্ম আর লিঙ্গের
প্রহসনে বাঁচে,
সে আমার কেউ নয়;
যাকে আমি মা বলে চিনি
সে যদি কোনও ধর্ষকের মা হতে চায়,
আমার কেউ নয়।
আট বছরের মেয়েটি কাঁদলে
যার শরীরে ওঠে না ঝড়,
সে ওদের সাধ্বী জননী হয়ে বাঁচুক
আমার কেউ নয়।
যে দেশে মৃত্যুর বুক ঘেঁসে
ময়ালের মতো নামে তীব্রতর শরীর;
পুবের দরজা বন্ধ হয় বারবার
সে দেশ আমার কেউ নয়,
অন্ধকার পিশাচের ঘর।
