STORYMIRROR

Gopa Ghosh

Fantasy

2  

Gopa Ghosh

Fantasy

আমার বইমেলা

আমার বইমেলা

1 min
593

শীতকালীন মেলা অনেক

তবু তুমিই হলে সেরা,

ভুলবো বলো কেমন করে

সেই বইমেলাতে ঘোরা,

মায়ের সাথে যেতাম মেলায়

এখনও রঙিন সে দিন,

ঝোঁকটা ছিলো অরন্যদেব

ম্যানড্রেক আর টিনটিন।

বই ছাড়াও অনেক কিছু

থাকতো মেলা জুড়ে,

ফুচকা মালাই আইস্ক্রিম

খেতাম বায়না করে।

স্মৃতির পটে ভেসে ওঠে

সোনালী সেই দিন

ঝোঁকটা এখন বদলে গেছে

কিনি জয় গোস্বামী আর

তসলিমা নাসরিন।

বইমেলাকে ভালো লাগা

কোন ছোটবেলা থেকে

এখনও তাই হাজির হই

কত স্বপ্ন কিনে নিতে।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy