STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

আমার আসা যাওয়ার দৌড়

আমার আসা যাওয়ার দৌড়

1 min
538


আমার আসা যাওয়ার দৌড় তোমার ঘর প্রান্তরের সীমানা ধরে।

ব্যস,ওই টুকু আমার জীবন পরিধির স্থান । বাকি সব গেছে মরে। 

ছুটে আসি

তোমার বুকের ভেতর যতো দুঃখকষ্ট আছে, ছুঁয়ে নিতে।

নিঃশ্বাসের ভেতর নিঃশ্বাস ডুবিয়ে,  দুর্দিন গুছিয়ে দিতে।

সেটা আমার অধিকার মেনে। আমার পাপবিদ্ধ হৃদয় শুদ্ধ হবে জেনে। 

আমি অতো বোকা নই যে গঙ্গার জল ছিটিয়ে, শুদ্ধ হয়েছি বলে নেবো মেনে।


ছুটে আসি

তোমার পায়ের নীচে অবান্তর ধুলো ঝড়ের কামনা

গায়ে মেখে মুছিয়ে নিতে কিছুটা অস্বস্তির ভাবনা।

সেটা আমার অবধারিত অধিকার

মেনে। আমার পাপবিদ্ধ হৃদয় স্বস্তি পাবে জেনে।


ছুটে আসি

তোমার শরীরের আপাদমস্তক শুশ্রষার সুরভি যাপন 

দু’হাতে আগলে আকাশ মাটির কাঁথার ঋতুর তাপন  

সেটা আমার ঈশ্বর দাতার দান মেনে। আমার পাপবিদ্ধ হৃদয় মুক্তি পাবে জেনে।


ছুটে আসি

তোমার চোখের তলায় কালি-ছিটানো সংস্রবের অন্ধকার

দু’চোখে নিত্য মেখে ঘাস দূর্বায় আদুরে সহবাস গন্ধসার

সেটা বেঁচে থাকার আশ্বাস মেনে। আমার পাপবিদ্ধ হৃদয় নিষ্পাপ হবে জেনে।  

আমি অতো বোকা নই যে গঙ্গার জলে ডুব দিয়ে, হৃদয় শুদ্ধ নেবো মেনে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics