STORYMIRROR

অরি 🌝

Abstract Inspirational

4  

অরি 🌝

Abstract Inspirational

আমার আমি ভীষণ দামী

আমার আমি ভীষণ দামী

1 min
879

« সত্ব সংরক্ষিত »


≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈





আমার আমি ভীষণ দামি.......


নাইবা হলাম কেউকেটা কোনো.... নাইবা হলাম...চোখের মনি ।।


আমি হলাম প্রতিশ্রুতি..... বাবা মায়ের ছোট্ট খুকি....


হাজার জনের মাঝেও আমি... হারিয়ে গিয়েও ফিরে আসি...


সবার মাঝে থেকেও আমি অনন্য এক সাবধানী।


ছোট্ট পায়ে এসে আমি ছড়িয়ে দি অনেক খানি.....


বাবা মায়ের নইবা হলাম আদরের দুলালী... বোনের আমি ভীষণ.....প্রিয় ভালোবাসার সুনামি....।


আমার আমি ভীষণ দামি...


হ্যাঁ আমার আমি... ভীষণ দামি হয়েও নই কোনো, অমূল্য কেউ....


কাছের জনের জিয়োন কাঠি, বাকিদের পিঠে লাঠি....


নই আমি কেউ অন্যন্যা কোনো,


নই আমি কেউ অসামান্য....


সামান্য হয়েও সামান্য নই এই আমার অন্যনতা ,


হলাম গিয়ে বোনের নেওটা... সুরি সাক্ষী মাতাল আমি.......।


বদের হাঁড়ি শয়তানিতে প্রথম আমি,

স্পোর্টসে গোল্লা আপন ভোলা...

পাগলামিতে প্রথম আমি ।।


হলাম গিয়ে ছোট্ট পাখি, উড়তে আমি মত্ত থাকি 

খেয়ালে চলি যেখানে সেখানে....

ধাক্কা খেয়েও উড়তে থাকি ।।


বড়ো হয়েও বড়ো হলাম না এই আমার এক আজব দশা লোক চিনতে এখনো ভুল করি

 এ এক আজব সাজা ।।


হাজার ভুলে ও দোষে ভরা

 এই দুষ্টু আমি হলাম ভীষণ দামি ।।



≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কলমে✍️ : অরি 




Rate this content
Log in

Similar bengali poem from Abstract