আমার আমি বড়ই দামি
আমার আমি বড়ই দামি
আমার আমি বড়ই দামি,
ভেবাে না এ আমার অহংকার
আমি সাধারণ,আমি অতি সাধারণ.
এ বিশ্ব ভালাে থাকুক,ভালাে থাকুক আপামর জনগন।
যত দিন বেঁচে থাকবাে এ ধরায়. থাকতে চাই,
খুশির আঙিনায়,ভালােবাসার বাগিচায়,
জীবন বাঁচুক মিলনের সুরে বাঁচুক আশায় আশায়।
