STORYMIRROR

subrata bhattacharjee

Tragedy

3  

subrata bhattacharjee

Tragedy

আমাকে মুক্তি দিন

আমাকে মুক্তি দিন

1 min
228


ওরা বলে 

এরা ঠিক নয়

ছিল তো এরা 

কি করেছে, এতদিন 

আমাদের দিন

শপথ নিলাম, ঘোচাবো দুর্দিন ।


এরা বলে

ওরা ঠিক নয় 

ছিল তো ওরা

কি করেছে, অত দিন 

আমাদের দিন 

কথা দিলাম, আনবো সুদিন ।


আমি বলি

বাটি খালি প্রভু, আজ বহুদিন 

পেট জ্বালা, শরীর খোলা 

অসহ্য প্রাণ, আর কতদিন 

থামিয়ে দিন। 


আমাকে মুক্তি দিন । 


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy