আমাদের ঘর
আমাদের ঘর
আমাদের বাড়ি আমাদের ঘর
গড়বো ক্ষন যাক এ বছর
নেই কোনো তাড়া,
এতো কেনো ভাবেন শুনি!
বেঁচে আছি প্রান ও চলে
হওয়ার কারন নেইতো
দিশেহারা!
থাকবো তো না মিছি মিছি
সত্যিকারের প্রনয়,
তাইতো বলি পাগলপারা
হতে নেই দিচ্ছি অভয়।
আমাদের ঘর.. আমাদেরই
ছোট্ট সুখের বিলাস,
ভালোবাসায় পূর্ণ শুধু যেমন
ই হোক আবাস।
আরাম প্রিয় নয় আমরা
মনের মিলন শুধু..
দাগ লাগলে দিবো প্রলেপ
হৃদয় যতোই ধুধু।
জুড়ি নেই আমাদের আমরা
সুপথের পথে আজাদ,
আমাদের ঘর তাই নয় ছোট কিছু
আমাদের রাজপ্রাসাদ।
