Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Subrata Nandi

Abstract

3  

Subrata Nandi

Abstract

আলো

আলো

1 min
449


আলোর রোশনাই তো অনেক হলো, 

বাহ্যরূপের অন্তরালে সারবস্তু সেই নিরাকারবাদ ,

সামাজিক সোপানে জীবনের অস্তিত্বকে মনে করিয়ে দেয় অহংকারী আমিত্ব!

আমি কী সত্যিই বিচ্ছিন্ন? 

অন্ধকারের ভিতরে নিঃস্ব রিক্ত ধূসর আমি?

প্রশ্নের দাবানলে নিজেকে দাঁড় করিয়ে দেয় অহংকারী আমিত্ব! 

সম্বিত ফিরে দেখি –

একাকী অবসাদে নিজের অন্দরমহলে আমি!

আলোকসম্পাত নিয়ন্ত্রণ করতে শিখছি অহর্নিশ,

কম্পিত অবৈধ বাতাসের তীব্রতায় জড়াতে চাই না নিজস্বতা,

খুঁজে বেড়াই আবাহনী বন্দনায় নবদিগন্তের আলোকে।

তাকিয়ে থাকি আলোকবর্তিকার উৎস সন্ধানে,

জানি আঁধারের শমনে যুদ্ধের জয়ধ্বজ ওড়ানো যায় না, 

হোক না সেই না দেখা আলোকবিন্দু শত আলোকবর্ষ দূরে,

জীবনের বাঁচার সেরা পুরস্কার সেইদিনই লেখা হবে,

যেদিন না পাওয়া আলোকদিয়ার প্রদীপ জ্বালিয়ে নিজের চেতনাকে জাগ্রত করতে পারব,

অনির্বাণ আলোকবর্তিকার পিছনে ছুটে চলেছি আমি –

বিশ্বাসী মনকে অবিশ্বাসীর সীমানায় আবদ্ধ রাখিনি।

আজও সেই সেরা আলোকপাতের জন্যে আগ্রহী মন,

অবশ হ'য়ে যায়নি জীবনের সুপ্ততাপ.....


Rate this content
Log in

More bengali poem from Subrata Nandi

Similar bengali poem from Abstract