STORYMIRROR

Paula Bhowmik

Drama Action Inspirational

3  

Paula Bhowmik

Drama Action Inspirational

আলো আঁধারি

আলো আঁধারি

1 min
204

এ জগতে মানুষ রয়েছে কয়েক রকম জানা কথা,

কেউ কেউ চায় আসতে স্পট লাইটের তলায়,

তাই না ঘটলেই হিংসা, দ্বেষ, মনে অনেক ব্যাথা।

ভোর হতেই কোকিলের কুহু তান, কাকের রব কা কা,

ভাবখানা আমাকে দেখুন,গুডমর্নিং এক্কা দোক্কা ছক্কা,

ফেসবুকের পোষ্টে পোষাক দেখিয়ে দেখায় টাকা।

কোথায় কোথায় বেরিয়ে এলেন, কি কি খেলেন ,

অবশ্যই তার ফলোয়ারদের জানানো চাই !

সমাজ সংস্কার ? আরে বাবা, সেজন্যে তো

আছে সরকার, এন.জি.ও আর নেতা দাদাভাই।

তারাও অবশ্য কম যান না, যাই দান করুন,

কম্বল, ওষুধ কিংবা রেশনের খাবার দাবার,

মনে করে সব ছবি করেন পোষ্ট স্যোসাল মিডিয়ায়।

মাঝে মাঝে পেঁচার মতোই কিছু লোক অবশ্য ভাবে,

কালে কালে এই দুনিয়াটা যাচ্ছে কোথায়, গোল্লায় !

এতদিন পরিবেশ দূষনের নামে কতই লেকচার বাজি,

এখন যে যুদ্ধে উড়ছে মিসাইল, রকেট, ভাঙছে সব,

ওখানে মানুষ নাকি আজ থাকে গুহায় পুড়তে রাজি!

কোটরের বাইরে এলেই মানুষকে মানুষ ধরছে ঘিরে,

এ যে কাক আর প্যাঁচার অসম লড়াই দিন দুপুরে !

ব্ল্যাক সি নিয়ে ছিল তো লড়াই আগা গোড়াই,

এখন তখন সবসময়, লোকে বোঝে শুধু বানিজ্যটাই,

মানুষের প্রাণ আজ অতি তুচ্ছ এই দুনিয়ায় !

তাই তো বুঝে শুনেই সকল লোকেই চুপ করে রয়।

শুধু প্রায় অন্ধ পেঁচা বাঁচার রাস্তা ভেবে না পায়,

তাই বোধ হয়, দিন গুণে যায় অন্ধকারের আশায়,

ওরা যে কাকের ভয়েই লুকিয়ে থাকে, বড়ই অসহায়।

আলোর মতোই অন্ধকারও জরুরী এই দুনিয়ায়।



Rate this content
Log in

Similar bengali poem from Drama