আকাশ থেকে আসলো নেমে একটি পরি
আকাশ থেকে আসলো নেমে একটি পরি


আকাশ থেকে আসলো নেমে একটি পরী
বৃক্ষমূলে মর্ত্যধামে কোন সে অচিন রাখালিয়া
বান ডেকেছে আবছা আলোর তাকেই স্মরি
হাতের ছোঁয়া যাদুর পরশ কাঁপছে হিয়া ।
মৌনতাকে সাক্ষী রেখে রাতের আকাশ
খুলে দিলো বুকের বোতাম অনায়াসে
কিচিরমিচির পাখ পাখালি, দূর্বাঘাস
মেঠোপথ আর চক্রবালে নীরবতার গন্ধ ভাসে...
আসলো নেমে একটি পরী আকাশ থেকে
এমন পরি বাংলাদেশে হরহামেশা,
জরীর পোশাক দেহ ঢেকে সুবাস মেখে
ওড়াউড়ি মনমাতানো আঁধার ঘেঁষা...
কাব্য লিখার মন্ত্র জানে সেই পরী,
রাখাল উঠায় মনের সুখে বাঁশির সুর
পুব আকাশে আলোর রেখা নীলাম্বরী,
আকাশ ঘেঁষা মেঘের বাড়ি আর কতদূর!