আজ কাল
আজ কাল
দিনদিন রাতদিন, রাতদিন প্রতিদিন,
সময় তবলা বাজে তাক ধিন তাক ধিন |
ছোঁড়া হেসে যায় ভেসে - 'আগামী' শঙ্কাহীন
বুড়ো কাশে খুক খুক; কে জানে! কয়টা দিন |
কাল ছিল 'আসছে' যা, আজকে তা 'আজ' হয়,
রাত ফুরোলেই দেখো - 'আজ' সেতো 'গত' হয় |
তাই বলি ভাবো কেন? 'আসছে' যা চলে যায় !!
এই ক্ষনে আছে যা, সেখানি তোমার রয় |
ছোঁড়া ছুঁড়ি, বুড়ো বুড়ি, জগৎ জনতাময়,
তার মাঝে তুমি এক; কোনো 'কেউকেটা' নয় |
(তাই) ভেবোনাকো ঠায় বসে কালকের ভাবনা,
লহমা পলকে বাঁচো; বছর, দশক না |
অংকের খাতাতে লিখে ফেলো কবিতা,
ধাওয়া করো; টিউশন পড়ে ফেরে সবিতা |
মুখ খানি ভেংচে তুলে ফ্যালো সেলফি,
ক্লাস কেটে সিনেমা, হাফ টেমে কুলফি |
বাস ট্রাম ট্রেনে ঝুলে অফিস টা আজ থাক,
মুঠো ধরা স্মার্ট ফোন পকেটেতে ভরে রাখ |
পান থেকে চুন খসে শার্টে রং লেগে যাক,
হেঁড়ে গলা, তেড়ে গান, ঢোল বাজা, বাজা ঢাক |
'কাল ছিল ডাল খালি' , ফুল কবে জানা নেই,
সেই ডালে টাল খেয়ে বসে বসে শিস দিই |
আজ আমি এই 'আজে' মজে থাকি চোখ বুজে,
বেঁচো সুখে আজ তুমি, মরো কেন 'কাল' খুঁজে ?

