আগুনটা নেভানো দরকার
আগুনটা নেভানো দরকার
1 min
398
ধর্মের সাথে ধর্মের বিভেদ
বুকের ভিতর জ্বলে আগুন
মানবিকতা আজ প্রশ্নের দোরগোড়ায়।
চারদিকে মিছিল অশান্তি
বেড়েছে শুধুই দূর্নীতি আর ক্ষতি
চাইনা এই দাবানল ,বিক্ষোভ
যেখানে নিহিত লালসা লোভ
সত্যি এবার
আগুন টা নেভানো দরকার।