আগমনীর সুর
আগমনীর সুর
আগমনীর সুর
সুনীল আকাশে নির্মল সকালে ভেসে এল আগমনীর সুর,
মা আসছেন ধরাধামে,বিনাশ করতে আমাদের মধ্যে থাকা অসুর।
কাশফুলের গন্ধ নিয়ে আসছেন জগজ্জননী,
হিংসা আর সংঘর্ষের অন্ত ঘটাতে আসছেন কাত্যায়নী।
এই মুহূর্ত কতো আনন্দের,কেউ নই আজ বেদনা বিধুর।