arijit bhattacharya

Abstract

2  

arijit bhattacharya

Abstract

আগমনীর সুর

আগমনীর সুর

1 min
434



    

      আগমনীর সুর

সুনীল আকাশে নির্মল সকালে ভেসে এল আগমনীর সুর,

মা আসছেন ধরাধামে,বিনাশ করতে আমাদের মধ্যে থাকা অসুর।

কাশফুলের গন্ধ নিয়ে আসছেন জগজ্জননী,

হিংসা আর সংঘর্ষের অন্ত ঘটাতে আসছেন কাত্যায়নী।

এই মুহূর্ত কতো আনন্দের,কেউ নই আজ বেদনা বিধুর।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract