আধ্যাত্মিকতা
আধ্যাত্মিকতা
আধ্যাত্মিকতা এক উচ্চাঙ্গের বিষয়,
বিবেক জাগ্রত করে নিজেকে চেনা,
সূক্ষ্ম জ্ঞানে ভ্রান্ত-বিভ্রান্ত ত্যাগে
নিজেকে নিজের কাছে আনা।
আত্মনৈকট্য হৃদয়ের জাগরণ,
চৈতন্য বোধ আপন মনে,
'মান' ও 'হুঁশ' এর বোধেন্দ্রিয়,
শুভচিন্তা প্রতিক্ষণে ক্ষণে ।
মনখানি আমাদের এক ট্রান্সপন্ডার,
ভালো ও মন্দের হয় সমাগম,
মন্দ ত্যাগে ভালোর আরাধনায়
জ্ঞানেন্দ্রিয়ে তোলো আলোড়ন।