আবদার
আবদার
মায়ের চরণে আশ্রয় চাই মূর্তি পূজার ছলে,
মা যে আমার দয়াময়ী, আশিস দিও গো ঢেলে |
প্রার্থনা করি ভালো রেখো তুমি, পূর্ণ কোরো আশা;
তুমি যে মাগো নিশ্চিত করো জীবনের কাঁদাহাসা |
ভক্তি ভরে ডাকি তোমা মাগো,
মনের নিভৃত অন্তরে জাগো,
করুণাধারার বর্ষণে সিক্ত করো প্রাণ;
আনন্দলোকে মুখের হাসি,
ছড়িয়ে পড়ুক বাতাসে ভাসি,
ভালোবাসার ভুবনে ভরুক হৃদ্যতারই টান |
মাথায় নিয়ে আশিস ছোঁয়া,
শান্তি বারির স্রোতে ধোওয়া,
মলিনতার ক্লেদ সরে যাক নির্মল তৃপ্তিতে;
তোমার শান্ত, মধুর মুরতি,
কোমল মনের সুলভ প্রকৃতি,
ভক্তি কলস পূর্ণ কোরো করুণা প্রাপ্তিতে |
মাগো তোমায় ডেকে ডেকে,
সারাদিনের ক্লান্তি থেকে,
একটু শান্তি খুঁজে নিয়ে জুড়াই মনের জ্বালা;
তোমার মায়ার সরস ধারায়,
তৃপ্ত প্রাণে তোমার ছোঁয়ায়,
জীবন পথে ছড়িয়ে দিও জয়ের আলোকমালা |
