STORYMIRROR

Sulata Das

Tragedy Fantasy

3  

Sulata Das

Tragedy Fantasy

আবাসনে করোণা

আবাসনে করোণা

1 min
232

     মাস ছয় ধরে সকলের মনে ছিল বড় ভয়

যেন পরিচিত কারোর করোনা না হয়।

     সবাই ছিল ভয়ে , সবাই ছিল সিঁটিয়ে

নিজেকে রেখেছিল সবাই ঘরে গুটিয়ে।

     হাট-বাজার-রাস্তা চারদিকে একই রব,

মাস্ক পরো,হাত ধোও,সাবধানে থাকো সব

     ফল,সবজি,মুদি-সদাই সব কিছু ধুয়ে খাও

যতটা কম পারো বাড়ীর বাইরে যাও।

     কত বিধিনিষেধ! কত দূরত্ব মেনে চলা!

মাস্ক পরে দূর থেকে চেঁচিয়ে কথা বলা।

     ঘোরা-বেড়ানো তো দূর,দপ্তর-ও বাড়ীতে

গৃহবন্দি জীবন আর পারি না যে সহিতে।

     সারাদিন সকলের নজর দূরদর্শনে

করোণার খবরে দুশ্চিন্তা সকলের মনে।

     দিনরাত থাকি সবাই ভয়ে দুরুদুরু বক্ষে

প্রার্থনা করি-প্রভু করো সকলকে রক্ষে।

     এত সব হোল করা,তবু এলো করোনা

আবাসিকদের মনে শুধু একটাই ভাবনা।

      তাড়াতাড়ি ভাল হোন, হয়ে যান সুস্থ

কারোকে যেন সইতে না হয় করোনা কষ্ট।

      মনে যতই ভয় থাকুক,আছে সহযোগিতা

সহানুভূতির সাথে আছে সহমর্মিতা।

      সকলের প্রার্থনা আর অকৃত্রিম প্রয়াসে

সব ঠিক হয়ে যাবে শীঘ্রই অনায়াসে।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy