আবাহন
আবাহন
আসছিস মা বছর ঘুরে,
বল মা তোর আবাহন করি কেমনে!!
ঘরে দারিদ্র, অশান্ত মন
আতঙ্ক শুধু কি হয় কখন?
শত শত লোক হারিয়েছে কাজ,
রোগে শোকে চারিদিকে শুধু হাহাকার
হাতে নেই টাকা,হয়নি নতুন জামা,
সাধ্য নাই যে আড়ম্বর করার-
তাই খেতে দেব তোকে নকুল দানা,
শাক ভাজা আর ভাত,
মন খারাপ করিস নে মা,মুখ করিস না তখন ভার।
কুমোরটুলি ম্লান এবার ছোট ছোট প্রতিমায়,
প্যান্ডালে নেই জাঁকজমক,
নেই কোন আলোর রোশনাই।
ঢাকি রয়েছে গ্রামের বাড়িতে
বায়না হয়নি তার,
ঢাকের বাদ্যি এবার তুই শুনতে পাবি না আর।
পরাবো তোকে আমার ভালোবাসার বসন,
ভক্তি রসে ভিজিয়ে করবো তোর প্রসাধন।
সাজাবো তোকে আমার দুঃখের আভূষণে।
একশো আট পদ্ম দেব তোর চরণে।
অশ্রুজলের মুক্তো মোতির মালা
গেঁথে পরাবো তোর গলায়,
মান সন্মানের মুকুট শোভা পাবে তোর চূড়ায়।
অভিমানের ওড়না চড়াবো,
করবো পূজা তোর,
দুঃখ মোচন করে এনে দিস মা’গো
আশার আলোর নতুন আনন্দের ভোর।
