STORYMIRROR

Krishnendu Bhattacharya

Romance

3  

Krishnendu Bhattacharya

Romance

অ-প্রেম

অ-প্রেম

1 min
27.5K


ক্লান্ত সকাল মুখ ভার করে,

তোর আকাশে ঘন মেঘ জমে;

ব্যস্ততার জমা আবরণে,

রোদের আলো ভীষণ ফিকে;

সময় বইছে খরস্রোতে,

তুই ওপারে-আমি এপারে;

মধ্যিখানে সমঝোতার

নৌকা আটকে বালুচরে;

এখানে সন্ধ্যে অবিরত,

ঝরা পাতায় গল্প লিখত;

একটু তুই হঠাৎ এসে,

জ্যোৎস্না লিখিস

সেই আধাঁরে।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance