সবার উপরে
সবার উপরে
1 min
26.3K
মন খারাপে-রাত বিরেতে ওই কোলটাই জায়গা দেয়।
রাগ অভিমান আসে যায় শাসন থাকে ঠোঁটের গোড়ায়,
ওই ডাকটাই আনমনাতে সবার আগে এসে যায়।
সময় আসে সময় যায় জীবন খাতার প্রতি পাতায়
হিসেব নিকেশ অমিল হলে ওই হাসিটাই সাহস দেয়।
বন্ধুত্ব ঠুনকো হয় চেনা মানুষ অচেনা হয়,
সবার উপরে মাতৃত্ব সবচেয়ে ভাল বন্ধু হয়।।
