STORYMIRROR

Krishnendu Bhattacharya

Others

3  

Krishnendu Bhattacharya

Others

পছন্দ নয়

পছন্দ নয়

1 min
6.8K


অনেক ছবি দৃশ্যপটে,

ঝাপসা অবয়ব,

লড়াই এখানে সীমান্তের,

লড়াইটা আত্মার।

চাইনা স্বপ্ন,

চাইনা শব্দ,

পচে যাওয়া দু্র্গন্ধ।

লিখতে গেলে রক্ত ছেটে,

বলতে গেলে গুলি,

ঘরশত্রু বিভীষনের,

দাঁড়িপাল্লা ভারী।

সমাজ যেখানে খেলনা পুতুল,

মৃত্যু লেখে মানুষ,

নির্বাকরা দীর্ঘজীবী,

চালাক শেয়াল,থুরি বুদ্ধিজীবী;

তাই কবিতা,

দিলাম তোমাকে ছুটি।।


Rate this content
Log in