স্বপ্ন
স্বপ্ন
স্বপ্ন হয়তো অলীক অবাস্তব
তবুও তো সে দেয় বাঁচার প্রেরণা
স্বপ্ন সে যে ভুলিয়ে দেয়
না পাওয়ার যত বেদনা
স্বপ্ন সাকার করার জন্য
মানুষ উঠে পড়ে লাগে
স্বপ্ন সফল হলে পরে
খুশিতে সে জাগে
স্বপ্ন সে যে সাধারণ মানুষের
বাঁচার মহোষধি
স্বপ্ন দেখতে দেখতে সে
পেরিয়ে যায় জীবন জলধি
স্বপ্নের নেশা যে এমন
তার ঘোর কাটতে চায় না
স্বপ্নে কিছু তো এমন থাকে
যা কখনো ভোলা যায় না
স্বপ্নের দোলায় দুললে পরে
ভাবতে কিছুই হবে না
কি জানি কি আছে জীবনে
আশা নিরাশার ছলনা
স্বপ্ন সাজিয়ে নিয়ে মনে
মানুষ বেঁচে থাকে
তার মিষ্টি মধুর মূর্চ্ছনা
আশা যত ধরে রাখে ।।
