কলুর বলদ
কলুর বলদ
নিশিদিনই টানছে ঘানি
যেমন কলুর বলদ,
কষ্টভরা জীবনে তার
বালাই বড় আপদ ।
গাধা যেমন বোঝাই টানে
সারা জীবন ভর,
সুখের দেখা জীবনে তার
মেলাই কষ্টকর ।
ঘোড়া যেমন চলছে শুধু
মালিক আদেশ মেনে,
নরম স্বভাব গৃহের পশুর
ক্লান্তি চোখের কোণে ।
জগৎ মাঝারে সংসার জালে
মানুষ চতুস্পদ,
পারিপার্শ্বিক চাপে পড়ে আজ
কলুর ঘোরা বলদ ।
