STORYMIRROR

Kanij Fatema

Abstract Classics Fantasy

4  

Kanij Fatema

Abstract Classics Fantasy

বন্ধু মানে

বন্ধু মানে

1 min
405

বন্ধু মানে –এক সাথে বহু দূর পথ চলা, 

বন্ধু মানে–হাজারো রঙিন কথার মেলা। 

হাসি,আনন্দ,আড্ডার এক সুবিশাল সমীকরণ 

অবিরাম শূন্যতায় তোদের স্মরণে কেটে যায় ক্ষণ।

জীবন নামের এই নদীতে 

স্বপ্ন হাজার পাড়ি দিতে, 

হারিয়ে গেছিস তোরা ব্যস্ততম এই নগরে 

তব থাকবি চিরকাল এই হৃদয় সরোবরে। 

একাকী সময় গুলো কাটে না যখন 

পুরানো দিনগুলো উঁকি দেয় তখন। 

ঠুনকো ঝগড়া আর দুষ্টুমি ভরা সকাল

লুকোচুরি খেলা আর আড্ডায় ভরা বিকাল।

সন্ধ্যা হলেই ফিরতে হবে বাড়ি  

পড়ুয়া বন্ধু গুলোর সে কি তাড়াতাড়ি! 

রাত জাগা পাখির মত ঘুরবে কেউ আবার 

কেউ বা খেলবে ক্রিকেট, কেউ ভক্ত– দাবার। 

প্রেমিকার কাছে লিখে রঙিন চিঠি 

মজা হতো দারুন,যদি হয় সে সহপাঠী। 

টিফিনের সময় গলা ছেড়ে গান 

একসাথে হুল্লোড়ে জুড়িয়ে যেতো প্রাণ।

বন্ধুর বিপদে ছুটে যেতে হত না দেরি, 

হাজার মাইল দূর হলেও দিতাম পারি। 

আজ খুব কাছে থেকেও সময় হয় না আর 

কর্ম আর দায়িত্ব্যের কত যে ভার! 

তোদের ছাড়া শৈশব যে –কেবলই বৃথা

দিনশেষে বন্ধুরা সব এক শিকড়েই  গাঁথা। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract