STORYMIRROR

Sutapa Roy

Fantasy Others

3  

Sutapa Roy

Fantasy Others

ভয়হীন

ভয়হীন

1 min
244


হাসিখুশির মিলন মেলা,

নাতির সাথে দাদুর খেলা,

বাবা-মায়ের আদর পেয়ে,

দাদা-দিদির সঙ্গ নিয়ে,

ছোট্ট জীবন ধন‍্য এতে,

পোষ‍্য নিয়ে রয় যে মেতে,

বাধার প্রাচীর জুটল শেষে,

কখন আবার ভাইরাস মেশে,

চলার পথে কাঁটার মতো,

চিন্তার পাহাড় এল যত,

ছোট, বড় সবাই যাতে,

নির্ভয় ঘুমোয় প্রতি রাতে,

প্রভাত বেলায় যেন শোনে,

পাখির গান ঐ শান্ত মনে,

মা যে করে সাধন ভজন,

ভাল থাকে যেন স্বজন,

দিনের শেষে একই রকম,

খেলতে খেলতে বকর বকম,

দুঃখের প্রহর কাটবে নিশ্চয়,

কেটে যাবে বিশ্বের এ ভয়।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy