শিক্ষাব্যবস্থা
শিক্ষাব্যবস্থা
এখন বদলে গেছে শিক্ষাব্যবস্থা,বদলে গেছে শিক্ষা
শিক্ষা নিয়ে অনেক শিক্ষক করেন এখন ব্যবসা ।
অঞ্চলেতে গড়ে তোলেন নানা কোচিং প্রতিষ্ঠান,
মন ভোলানো বিজ্ঞাপনে করেন ছাত্র অনুসন্ধান ।
ছোট একটি শ্রেণীকক্ষে গড়েন একটি শিক্ষালয়,
অদক্ষ ছাত্র-ছাত্রীতে ঠাসাঠাসি, মেধাতে নয় ।
মেধার বিকাশ নয়, উদ্দেশ্য টাকা আয়ের রাস্তা
এভাবে ভাঙ্গেন তারা ছাত্র-ছাত্রীর বিশ্বাস ও আস্থা।
ভর্তি হতে হলে অগ্রিম আগে গুনতে হবে,
তা-না হলে ছাত্র/ছাত্রীর ভর্তি বন্ধ হয়ে যাবে ।
প্রশ্নফাঁসে মদদ দিতে কিছু শিক্ষক রত,
কোচিং সেন্টারের নাম উজ্জ্বল করাই তাদের ব্রত।
এমন শিক্ষা চাইনা মোরা, শিক্ষক নয়তো বটে
কোন জাতি চায়না কখনও এমন শিক্ষা মোটে।
আদর্শ শিক্ষক কামনায় উৎসুক একটা জাতি
প্রার্থনা শিক্ষকরা হয়ে উঠুন জীবন পথের বাতি।
