পুরাণ
পুরাণ
পুরাণ হয়তো কিছুটা অলীক ,
কিছু বিশ্বাস আর বাস্তবতা
পুরাণে নিহিত আছে যত
আমাদের সংস্কৃতি সভ্যতা
আমাদের ধর্মের মূল ভিত্তি
রয়েছে যত সব পুরাণে
তাইতো তার মাহাত্ম্যকে
অনেকে লোকেই মানে
পুরাণের চরিত্র সব আদর্শবান
দেয় মহানুভবের পরিচয়
আজো পুরাণের আবশ্যকতা
উপলব্ধি গো করা যায়
পুরাণ চরিত্রের মহত আদর্শে
নিজেকে করো উজ্জীবিত
তবেই না চরিত্র সংহিতা তব
হবে গো পূর্ণ বিকশিত
পুরাণের কাহিনী সে ওগো
আজও যে মন কিনে নেয়
পুরাণের বিশেষ মূল্য আছে
সেটা সবাই ভাবলে হয় ।।
