তোমার অসীমে...
তোমার অসীমে...


সসীমের নিদারুণ হয়রানি। মানসীর অলকগুচ্ছে ঝুলে থাকা শূন্যতাগুলো জড়িয়ে নিই আঙুলে। তবু স্বাদকোরকের নির্দিষ্টতায় অধরা তোমার অস্তিত্ব। যতটুকু ছাপ রেখে গেছ, তার দীর্ঘকালীন চাপে ও তাপে নেমে গেছে গলনাঙ্ক। বহমান শোণিতের আনাচে কানাচে জমাট ইন্দ্রিয়গুলো নদী হতে হতে তোমাকেই খুঁজেছে বারবার।
ফোর্থ ডায়মেনশানের আড়ালে কে তুমি, হাসছ অনন্তকাল? তোমারই খেয়ালে গড়া কায়ার বাঁধনে বসে তোমারই রূপকথা শুনি। শোনাও যেটুকু শোনাতে চাও হার্জের নির্দিষ্ট সীমায়।
জিনোমরহস্যে নিজেকে টুকরো করে গড়িয়ে দিয়েছ জাগতিক সসীমে। মুঠো খুলে দেখি বলেরা কখন দিকচিহ্নহীন। হয়তোবা অসীমে রেখেছ চিহ্ন তার; আজন্মের খোঁজ। বেঁধে রাখা দৃষ্টিতন্ত্রে কখনও তো অসীম চেনালে না।