STORYMIRROR

Sujit Sarker

Abstract Tragedy Thriller

3  

Sujit Sarker

Abstract Tragedy Thriller

THE TALE OF LOVE-❤️🥀🌹

THE TALE OF LOVE-❤️🥀🌹

3 mins
247

Catagory-(Romantic🙈+Thriller😈☠️ Psycho🔪+Toxic🥵+Crime🦹‍♀️+Foreign plot🥀+Sad ending😭💔)
 
Episode-2

সকাল ৮:৩০ টায় রিকার্ডো সহ অন্য বন্ধুরাও আজকে ইরার বাড়িতে এসেছে। চায়নার বেইজিং শহরের সৌন্দর্য অসাধারণ বিশেষ করে চেরি ব্লসময়ের সময়গুলোতে এখানকার গাছে গাছে আকর্ষণীয় চেরি ফুল ফোটে।🌸🌸 ইরার বাড়িতে উপস্থিতির উদ্দেশ্য হচ্ছে তার মাকে কংগ্রাচুলেশন্স জানানো। ইরা হচ্ছে বাবা মায়ের একমাত্র আদুরে মেয়ে। একমাত্র মেয়ে হওয়ায় তার আদরের কোনো কমতি নেই। রিকের বন্ধু মহলের সবার পরিবারের সঙ্গেই সবার সুসম্পর্ক রয়েছে। পুরো ভার্সিটি জুড়ে তাদের বন্ধুত্বের কথা ছড়িয়ে ছিটিয়ে আছে।বিশেষত রিকার্ডো আর ইরার সম্পর্কের ক্ষেত্রে। সবাই ভাবে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু আসলে ওদের মধ্যে তেমন সম্পর্ক নয়। ইরা আর রিকার্ডো ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে তাই তাদের মাঝে বন্ধুত্বটা একটু বেশি গভীর।

 বাড়ির ভিতরে প্রবেশ করতেই ইরার মা মিসেস অলিভিয়া বললেন, "আরে বাচ্চারা তোমরা? কোনো বিশেষ দরকার? কোনো দরকার ছাড়া তো সচরাচর তোমাদের এ বাড়িতে আগমন ঘটে না। তা ব্যাপার কি? ইরা কি কিছু করেছে নাকি আবার?"

উনার প্রশ্নে রিক হালকা হেসে জবাব দেয়, "না না আন্টি উপস সরি মাদার ইন-ল আমার ইরা সুইটহার্ট কি কিছু করতে পারে?"😎 আসলে রিকের এই ছেলে মানুষির ব্যাপারে সবারই কমবেশি জানা আছে তাই কেউ তেমন কিছু মনে করে না🙂 যাইহোক তখন সবাই একসঙ্গে বলে, "কংগ্রাচুলেশনস আন্টি "🎉

চমকে উঠে ইরার মা বলে , "thank you thank you but why you all guy's are congratulating me? What happened?"😀☺️
তখন শ্রেয়া বলে , "আমারা জানি আন্টি যে ব্যাপারটা খুবই উইয়ার্ড বাট ইউ নো হোয়াট আন্টি এরকম আজকাল অনেক ঘটনা ঘটছে। সো লজ্জা পাওয়ার কিছু নেই।"☺️☺️ বলেই হাগ করে 🤗

কিন্তু ইরার মা কিছুই বুঝতে পারে না তাই বলে , "আরে বাচ্চারা তোমরা কি নিয়ে কথা বলছ আমাকেও একটু বল।"☺️
তখন ঐশ্বর্য বলে, "আন্টি আপনি তো প্রেগন্যান্ট তাই না ?"😅 বলেই একটু হাসার চেষ্টা করে🙂
এই কথা শুনে ইরার মা মুখ গম্ভীর করে বলে, "এ কথা তোমাদের কে বলেছে?"🤨 

রিক পেছন থেকে জড়িয়ে ধরে বলে, "আরে মাদার-ইন-ল নো টেনশন আমি ঠিকই আমার অনাগত শালা বা শালিকাকে বড় করতে পারবো।আর তাছাড়া আমার হবু ফাদার-ইন-লর কিন্তু এখনও স্ট্যামিনা প্রচুর" বলেই বাঁকা হাসে 😏😜😎

ঐশ্বর্য এদিকে হাত ধরে রিককে কোনায় টেনে নিয়ে গিয়ে বলে ,"শেমলেস ম্যান একটা তোর কি কোনদিনও কোনো লজ্জা হবে না আন্টির সামনে তুই এসব কি বলছিস?"😣😣😡

"লজ্জা রাখলে জীবনে আর বাবা হওয়া লাগবে না" বলেই চোখ টিপ দেয় 😎😉

এদের এসব কথার মাঝে ইরা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, "হে গাইস তোরা 😍What a pleasant surprise!"😊বলেই রিককে হাগ করে 🤗
তখন মিসেস অলিভিয়া মেয়েকে বলেন, "এসব কি শুনছি ইরা 😠তুমি তোমার ফ্রেন্ডদেরকে কি বলেছ? তুমিই বলেছ আমি প্রেগন্যান্ট তাই না?"😡😡

"হ্যাঁ মম আমি বলেছি কাল রাত্রে যে পাপা বলল তুমি নাকি প্রেগন্যান্ট আমি তাই শুনে আরকি"🥲

"তোমার পাপাকে তো তুমি চেনোই কেমন ছিটওয়ালা পাগল লোক একটা "😤 একথা শুনে শ্রেয়া ফিক করে হেসে দেয় 🤣🤣
সবাই তার দিকে তাকায়। তখন সে মাথা চুলকায় 😅
মিসেস অলিভিয়া মেয়েকে বকতে বকতে চলে গেলেন।সবাই একসাথে হেসে ফেললো।🤣🤣🤣

রাত ৮:৩৭🌌 রাস্তায় গাড়ি চলছে তবে রিকার্ডো যে ম্যানশনে থাকে সেখানে খুব মৃদু গাড়ি চলাচল করছে। মার্সিডিজ গাড়ি চালিয়ে রিক বাড়িতে যাচ্ছে আজকে আর বারে যায় নি। কিছুদূর যেতেই হঠাৎ কারো চিৎকার শুনতে পায়। প্রথমে তেমন পাত্তা না দিলেও যত এগোয় চিৎকারের আওয়াজ ততো বেশি শোনা যায়। তারপর সে গাড়ি থামিয়ে দেয় এবং তখনই তার গাড়ির সামনে একটা মেয়ের ছায়া দেখতে পায় এবং জিজ্ঞেস করে, "কে তুমি?"🤨
মেয়েটি উত্তর দিলো... চলবে 🥀🥀


Rate this content
Log in

Similar bengali story from Abstract