স্তূপ:-
স্তূপ:-




ছোট্ট তুতুই বেড়াতে গেছে তার বাবা মায়ের সঙ্গে। সেখানে এতো শত মানুষ ভিড়ে তার নজরে তখন প্রাকৃতিক দৃশ্য নয় কেবল আবর্জনার স্তূপ দৃশ্যমান। পুতিগন্ধময় আবর্জনার স্তূপ।
তুতুই বেদনা ভরা চক্ষে চেয়ে থাকে আবর্জনার স্তূপের উপর। সে এরকম তো আশা করেনি, করেছিল সবুজ শ্যামল নির্মল পরিবেশের কিন্তু পরিশেষে পেলো শুধু আবর্জনার স্তূপ। মনে মনে প্রতিজ্ঞা করলেন ছোট তুতুই সে কখনো আবর্জনা ছড়াবে না যত্রতত্র।
_____*_____