সংশোধন
সংশোধন
জীবন মানুষকে নিজের ভুল সংশোধনের একটা সুযোগ অন্ততঃ দেয়। কেউ সেই সুযোগ নিতে পারে, আবার কেউ সেটা নিতে পারে না। নীলা, অমর্ত্যের জীবন থেকে চলে গেছে বেশ কয়েক বছর হবে। কোথায় আছে, কেমন আছে, তার কোনো খবর ই আজ অমর্ত্যের কাছে নেই। চলে যাবার আগে নীলা চিৎকার করে বলে গিয়েছিল, 'তোমার মত স্বার্থপর মানুষের সাথে কেউ থাকতে পারবে না। সারাটা জীবন শুধু নিজেকে নিয়েই মত্ত থাকলে।'
নীলা চলে যাবার পরে, অমর্ত্য নিজেকে বারবার আয়নার সামনে দাঁড় করিয়েছে। নিজের কাছে বারংবার প্রশ্ন ছুঁড়ে দিয়েছে - 'আমি কি সত্যিই অযোগ্য ছিলাম?' উত্তর আসেনি। নিজেকে একটু একটু করে বদলে ফেলার চেষ্টাটা চালিয়ে গেছে। নিজের কাজে স্বার্থপরহীন হয়ে মনোযোগী হয়েছে।
গত ১৪ দিন ধরে, কোয়ারেন্টাইন সেন্টারের চার দেওয়ালের মধ্যে একাকী শুয়ে থেকে কেবল ই নীলার কথা মনে পড়ে, রাজপুর থানার অফিসার ইন চার্জ, অমর্ত্য চক্রবর্তীর। আজ দ্বিতীয়বারের জন্যেও অমর্ত্যের করোনা র টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।