STORYMIRROR

Soumo Sil

Drama Romance Inspirational

3  

Soumo Sil

Drama Romance Inspirational

স্মৃতির সম্মুখে

স্মৃতির সম্মুখে

1 min
66

১৪-ই ফেব্রুয়ারী, সাল ২০১৪

ভালোবাসা দিবসের দিন যখন সবাই বিভিন্ন রকম ভাবে ভালোবাসার প্রমান দিতে ব্যাস্ত ঠিক তখনই পার্ক ভর্তি লোকের মাঝখানে আদিত্যর সামনে হাঁটু গেড়ে বসে রুমা তার হাতে রাখি পড়িয়ে দিয়ে বললো "সারাজীবন আমি শুধু তোমাকেই ভালোবাসবো।"

দুবছর পরে....

রুমা আর আদিত্য এখন বিয়ে করে সুখে সংসার করছে। হটাৎই একদিন আদিত্য অসুস্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, রুমা সব সময় তার খেয়াল রাখত।

একদিন রুমা শপিং মল থেকে বাড়ি ফিরে দেখে আদিত্য বাড়িতে নেই, সে কাঁদতে কাঁদতে ছুটে যায় পুলিশ স্টেশনে, উপস্থিত পুলিশকর্তা দের সে আকুতি মিনতি করে বলে "আমার স্বামীকে যেমন করেই হোক খুঁজে দিন।"

দীর্ঘ ৮-বছর পরে....

১৯-শে অগাস্ট, সাল ২০২৪ - তখন সারা শহরের মানুষ একে অপরের হাতে রাখি পরিয়ে রাখি উৎসব উদযাপনে ব্যস্ত, রাস্তার মোড়গুলোতে রাখি উৎসব উদযাপন হচ্ছে ঠিক সেই সময় রুমা সম্প্রীতি মোড়ের পাশ দিয়ে যাচ্ছিলো, হটাৎই তার চোখ চলে যায় একটা শির্ণ হাতে বাঁধা বেশ পুরোনো রাখির দিকে, রুমা সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ে তারপর সে পাগলের মতো দৌড়ে সেই মানুষটার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে।

কিছু মাস পরে....

আদিত্যর মানসিক ভারসাম্য বেশ কিছুটা স্থিতিশীল হয়েছে, রুমা তার খুব যত্ন করে, একটুও চোখের আড়াল হতে দেয় না। এখন তারা সুখে সংসার করছে।

এতগুলো বছর এতগুলো মাস ভালো-মন্দ সুখ-দুঃখের মধ্যে দিয়ে কেটে গেছে কিন্তূ রাখিটা আদিত্যর হাতে এখনো একইভাবে বাঁধা রয়েছে!


Rate this content
Log in

Similar bengali story from Drama