Sudeshna Mondal

Drama Classics Children

4  

Sudeshna Mondal

Drama Classics Children

স্মৃতি

স্মৃতি

1 min
345



বৃষ্টিটা কিছুক্ষণ হল থেমেছে। বৃষ্টির পরে ভিজে মাটির সোঁদা গন্ধটা আমার বেশ ভালো লাগে। আমার আজও মনে আছে ছোটবেলায় যখনই বৃষ্টি থামত আমরা সব ভাইবোনরা মিলে মাঠে চলে যেতাম আর প্রাণ ভরে উপভোগ করতাম এই গন্ধটা। এখন আর সেসব হয় না। বয়স বাড়ার সাথে সাথে মানুষের ভালোলাগাগুলোও মনে হয় হারিয়ে যায়। সময়ের সাথে সাথে আপনজনেরাও ভুলে যায়। আবার যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। মৈত্রেয়ী দেবীর ডায়েরিটা বন্ধ করে আলমারিতে রেখে দিল দীপা।

কয়েক দিন পর...

-দিদুন, তাড়াতাড়ি চলো।

-কোথায়?

ওনার কোনো কথার উত্তর না দিয়ে মণিদীপা ওর প্রিয় দিদুনকে ওদের ফ্ল্যাটের সামনের পার্কে নিয়ে এল। বহু দিন বাদে আবার বৃষ্টি থামার পর খোলা আকাশের নীচে এলেন মৈত্রেয়ীদেবী। চোখ বন্ধ করে মাটির সেই সোঁদা গন্ধটা আজ আবার অনেক দিন বাদে উপভোগ করলেন। পুরোনো সব স্মৃতিগুলো ওনার চোখের সামনে ভেসে উঠল।

-দিদুন,তুমি খুশি তো?

-ভীষণ।

-দিদুন, তোমার ছোটবেলা আমি ফিরিয়ে দিতে পারব না কিন্তু তোমার স্মৃতিগুলোর ওপর জমে থাকা ধূলো সরিয়ে আবার তরতাজা করতে পারব। আজ থেকে তোমার সাথে সাথে তোমার স্মৃতিগুলোরও খেয়াল রাখব। কথা দিলাম।



Rate this content
Log in