STORYMIRROR

Siddhartha Singha

Abstract Tragedy

2  

Siddhartha Singha

Abstract Tragedy

শান্তনু ১৭

শান্তনু ১৭

1 min
347


তিন মাস ঠিক কতটা সময়। আমার ঠিক জানা নেই। 
তোমার জানা আছে শান্তনু। কয়েক সেকেন্ডের কথায় যদি মানসিক বিনিময় হতে পারে। তাহলে তিন মাস কি খুব কম সময় দুজনকে চেনার জন্য।। কার মুখে যেন শুনেছিলাম সম্পর্কটা কত বছরের সেটা বড় কথা নয় , সম্পর্কটা কতটা গভীর সেটাই আসল। নিজেকে যত তুমি ব্যতিক্রমী করতে পারবে তত তোমার গ্রহণযোগ্যতা বাড়বে। আমি এতদিন সেটা বুঝতাম না। আটপৌরে সংসার জীবনে অভ্যস্ত আমি।  চার দেওয়ালের মধ্যে থেকে তো আর বাইরের জগৎ টাকে দেখা যায় না। তাই বোধহয় শান্তনু তোমার কাছে ভীষণ সহজলভ্য হয়ে পড়েছিলাম। তুমি ভেবেছিলে হাত বাড়ালেইতো আমাকে ছোঁয়া যায়। আজকে একবার, প্লিজ একবার হাত বাড়িয়ে দেখো শান্তনু। দেখবে আমি তোমার ধরাছোঁয়ার অনেক বাইরে। জিভের তলায় থার্মোমিটারটা যেমন তিন মিনিট ধরে রাখলেই জ্বরের গভীরতা মাপা হয় আমাকে বলতে পারো শান্তনু পারষ্পরিক সম্পর্কের উষ্ণতার গভীরতা অনুভূতির পারদযন্ত্রে ঠিক কতটা  সময়ের পর বোঝা যায়, ঠিক কতটা সময়৷




Rate this content
Log in

Similar bengali story from Abstract