STORYMIRROR

Krishna Banerjee

Romance Classics

4  

Krishna Banerjee

Romance Classics

সে আছে তবু নেই

সে আছে তবু নেই

4 mins
551

                        সে আছে তবু নেই

                  Dr. Krishna Banerjee  14/06/2022


                           বর্তমান সুপারস্টার সঞ্জয় গাঙ্গুলীর সাক্ষাৎ পাওয়া মানেই সৌভাগ্যের বিষয় সেখানে সাক্ষাৎকার পাওয়া আজকের দিনে পরম সৌভাগ্যের কিন্তু রিপোর্টার অঞ্জলিকেঢ দেখে একটু ভিন্ন মনে হলো। বর্তমানে  অঞ্জলির নেওয়া সাক্ষাৎকার মানেই নিউজের টপ টিয়ারপি। তবুয়ো একটা কিন্তু পরিলক্ষিত হচ্ছিলো তারমধ‍্য তা সত‍্যেও তাকেই যেতে হলো সেখানে। সাক্ষাৎকারের বিষয় বস্তু হলো পঁয়তাল্লিশ বছরের এই স্টার ফিগার আজো অবিবাহিত অথচ তাকে আপনকরে পেতে চায়না এমন কোন মেয়ে নেই। তাহলে সে আজো বিয়ে করছেননা কেন? তবে কি বাংলার কোন মেয়েই তার পছন্দ নয়, নাকি সে মনে মনে কাউকে পছন্দ করে প্রভৃতি। অঞ্জলি অবশেষে উপস্থিত হয় সঞ্জয় গাঙ্গুলীর বাড়ি। সিকিউরিটি গার্ড  অঞ্জলিকে ওয়েটিংরুমে অপেক্ষা করতে বলেন, কিছু সময় পর সুপারস্টার সঞ্জয় গাঙ্গুলী সেখানে উপস্থিত হয়। সামনের আরাম কেদারাতে হেলান দিয়ে বলেন, বলুন আপনার আমার সম্বন্ধে কি জানবার আছে? এমন একটা ভাব দেখালেন যে ইতিপূর্বে তাদের মধ‍্যে কোন সাক্ষাৎ ঘটেনি। অঞ্জলি মনে মনে একটু অশস্তি বোধ করে,  কিন্তু প্রফেশনের জায়গায় সে নিরুপায় তাই বাদ্ধতা বসত প্রশ্ন করতে হয় তাকে, আচ্ছা সঞ্জয় বাবু আপনার কাছে আমাদের আজকের মূল প্রশ্ন আজ আপনি একজন সুপারস্টার আপনাকে বিয়ে করবার জন‍্য বহু মেয়েই প্রস্তুত তবুয়ো এখনো আপনি অবিবাহিত কেন? সঞ্জয় একটু হেসে বলেন আপনাদের হাঁড়ির খবর নিতে বেশ ভালোলাগে তাইনা। বিয়েই কি জীবনের শেষ কথা। অঞ্জলি বলে না একটা অবলম্বনতো প্রত‍্যেকের জীবনে প্রয়োজন তাইনা। আজ থেকে দশ বছর আগে যখন আমি বেকার ছিলাম থিয়েটারের গ্রুপে গ্রুপে স্ট্রাগেল করছি তখনতো এই মানুষগুলো আমার পাশে এসে দাঁড়ায়নি যখন অবলম্বনের দরকার ছিলো তখন কাউকে পেশে পেলামনা আজ বহু মানুষই আমার সান্নিধ্য পেতে চায় কিন্তু আজতো আমার আর কাউকেই লাগবেনা। 

                            অঞ্জলি ভূল বসত বলে খেলে সঞ্জয়দা তুমিতো এতটা কঠোর ছিলেনা, সঞ্ছয় কথাটাকে ধরে সাথে সাথে বলে আপনি কি বললেন কে আপনাকে এই অধিকার দিয়েছে? আপনি আপনার এক্তেয়ারের মধ‍্যে থেকে কথা বলুন। রাগ হলেও সেটাকে সয়ে নেয় অঞ্জলি বলে সরি মুখফসকে বেরিয়ে গিয়েছে। সঞ্জয় বলে আপনার কাছে এটা আশা করা যায়না ইটস ওকে যদি আর কিছু জানার থাকে ঝটপট বলুন আমার সুট আছে। অঞ্জলি বলে আপনার জীবনে প্রেম আসেনি কখনো? ওটা ছিলো বলেইতো আজ আমি, আমি আপনি বলতে পারেন আমার প্রেমই আমার অনুপ্রেরণা, আমার জেদ, আমার অগ্রগতির পথ। আমি এই পৃথিবীতে যতদিন থাকবো আমার হৃদয়ে সে থাকবে তার স্থান আমি কাউকে দিতে পারবোনা। আপনার জীবনে প্রেম যখন আছে তখন আপনি তাকে বিয়ে করেননি কেন? সঞ্জয় বলে বিয়ে করলে হয়তো প্রেম থাকতোনা? মানে? মানে তখন আমি প্রচন্ড স্ট্রাগেলের মধ‍্যদিয়ে চলছি, অভিনয় যগতে পায়ের নিচে মাটি পাবার আপ্রান লড়াই এমন সময় সে এলো আমার জীবনে অনুপ্রেরণা হয়ে। তাকে পাশেপেয়ে আমার লড়াইয়ের ক্ষমতা দশ গুন বেরে গেল। একাধিক গ্রুপ থিয়েটারের সাথে যুক্ত হয়ে গেলাম। প্রতিদিন পোগ্রাম আজ এখানে কাল সেখানে। আমার আজো মনে আছে লাস্ট তিন বছরে আমি হয়তো শহরের সবকটা নামিগ্রুপের হয়ে কাজ করেছি আর আমার পোগ্রামের প্রথম দর্শক আমার প্রেমিকা, কত বলেছি ফ্রির টিকিট নিতে নিতোনা বলতো বিনা পয়সায় দেখলে শিল্পীর অমর্যাদা করা হয়। পাশাপাশি কিছু ডিরেক্টরের সাথেও কথাবার্তা চলছে এমনসময় একদিন তারবাবা আমার কাছে এসে বললো তুমি আমার মেয়েকে সত‍্যি ভালোবাসো? আমি বলেছিলাম বাসি। তিনি বলেন কতটা ভালোবাসো? আমি ওনাকে বলেছিলাম ভালোবাসার কি কোন মাপ হয় তিনি বলেছিলেন হয় তুমিযদি আমার মেয়েকে সত‍্যি ভালোবাসো তবে নিশ্চয়ই তার সুখ চাইবে? আমি বলেছিলাম নিশ্চয়ই চাই। তখন তিনি বলেছিলেন দেখ বাবা তোমার ভবিষ্যৎ অনিশ্চিত আর বাবা হয়ে আমি আমার মেয়ের একটা সুনিশ্চিত ভবিষ্যত চাই তুমি আমায় সেই সুযোগ দাও। আমি নিরুপায় হয়ে তাকে সন্মতি জানিয়েছিলাম। হয়তো আজ সে সুনিশ্চিত। আমিও খুশি কারণ সে বেশ ভালোই আছে। আজ হয়তো তারজীবনে আমি অতীতের কালো ছবি কিন্তু সে আজো আমারকাছে তেমনটাই আছে বিশ বছর আগে যেমনটি ছিলো আজো তেমনটাই আছে বাকি জীবনটাও তাকে নিয়েই কাটিয়ে দিতে চাই।

                           অঞ্জলি বলে আপনি একটি বারের জন‍্যও তারকাছে জানতে চাইলেন না সে কি চায়? সঞ্জয় বলে তার বাবার সামনে সেদিন আমি নিরুপায় ছিলাম আর আজ কোন উপায় নেই। অঞ্জলি বলে তারপর আপনি আর তার কোন খোঁজ করলেন না তাইতো? আপনার কি একবারও মনে হয়নি আদেও সে আপনাদের প্রস্তাবে সন্মত হয়েছিলো কিনা? সঞ্জয় বলে না আমি চাইনি তার সুখের সংসারে ব‍্যাঘাত ঘটাতে আমি চাইনি। অঞ্জলি বলে সংসার হলেতো সুখ? সঞ্জয় বলে আপনি কি বলতে চাইছেন। অঞ্জলি বলে সে আজো বসে আছে আপনার অপেক্ষায়। বলতে বলতে কেঁদে ফেলে অঞ্জলি। সঞ্জয় তার কাছে এসে তাকে তুলে ধরে বলে কেঁদনা অঞ্জলি চোখের জল মুছে দিয়ে বলে আমায় ক্ষমা করে দাও। এবার অঞ্জলি অভিমানের সুরে বলে তুমিকি ভেবেছিলে সুধু তুমি একাই ভালো বেসেছিলে আমিকি তোমায় ভালোবাসিনি? সঞ্জয় অঞ্জলিকে বুকে টেনে নিয়ে বলে তুমি ছিলে,তমি আছো আর তুমিই থাকবে আমার হৃদয় জুড়ে।

                         🙏 সমাপ্ত  🙏


Rate this content
Log in

Similar bengali story from Romance