সাহায্য:-
সাহায্য:-


কুকুর দুটি পরস্পর পরস্পরের দিকে তাকায়। অবলা জীব চোখের ভাষাতেই কথাগুলো প্রকাশ করে একে অপরের দিকে তাকিয়ে। কিন্তু এই দুটি প্রাণীর বাসস্থান আলাদা আলাদা ছিল, সাদা রঙের কুকুর তার শৌখিন নাম টিম, টিম থাকতো বড় প্রাসাদসম বাড়িতে, আর খয়েরী রঙের কুকুরটা ছিল রাস্তার নেড়ী কুকুর। একটা সময়ে ঘেউ ঘউ করে দূর করে দিত টিম তার বাসস্থানের আশেপাশেও যদি রাস্তার কুকুর গুলিকে দেখতে পেতো। কিন্তু আজ, হায়! কি পরিহাস। টিম আজ রাস্তায়, কোনো এক মারণরগের শিকার হওয়ায় সে আর ওই প্রসাদসম ভবনে স্থান পায় না। তাড়িয়ে দেওয়া হয় তাকে। কুকুর প্রভুভক্ত হয়, কিচ্ছু শব্দ করে না টিম তাকে তার প্রভু যখন রাস্তায় ফেলে এলো। প্রভুর দেওয়া শেষ চিন্থ শুধু একটা লাল রঙের কাপড় জড়িয়ে রয়েছে টিমের গলায়। কিন্তু রাস্তার নেড়ী কুকুরটা টিম কে তারাচ্ছে না তো! উল্টে অসুস্থ টিমের কাছে এসে চেয়ে আছে টিমের দিকে। আজ রাস্তার কুকুরটা বুঝিয়ে দিল মনুষ রুপী প্রভু নিজের পোষ্য কে ফেলে দিলেও, প্রাণীর জগতের নিয়মানুসারে একটি প্রাণী দ্বিতীয় প্রাণীর সাহায্যে এগিয়ে আসে। টিমের সঙ্গেও সেটাই হলো।