রক্তাক্ত লাশ
রক্তাক্ত লাশ
নিতু পড়তে পড়তে ঘুমিয়ে গেল, যখন জেগে উঠল চারপাশে শুধু পানি আর পানি। সে বসে আছে ছোট্ট একটি ডিঙি নোকায়।মাথার উপর প্রখর রোদ। ঘামছে। আমি কোথায় এলাম?
কে যেন মাথার পেছনে থাপ্পড় মারল নিতুকে। তাল সামলাতে না পেরে পড়ে গেল বিছানা থেকে।
মেঝেতে উঠে দাঁড়াল। বিছানা তার নিজের কিন্তু এসব রাস্তার মাঝে কেন। চারদিকে চোখ বুলিয়ে দেখল কোনো জনমানুষের চিহ্ন নেই।
এক পা সামনে এগোতেই হোঁচট খেল একটা মৃত রক্তাক্ত মানুষের সাথে। হুমড়ি খেয়ে যখন লাশের পাশে পড়ল তখন দেখতে পেল লাশের মুখ।
লাশের মুখ দেখে নিতু হতবাক হয়ে গেল।কারণ সে লাশটা ছিল তার নিজেরই।