প্রতিবাদ
প্রতিবাদ


আজ ডাঃ অরিত্র রায়ের(এম.এস)বিখ্যাত নার্সিংহোমে যোগদানের প্রথমদিন।
আর্তের সেবা "মন্ত্রগুপ্তির" চূড়ান্ত ব্যবহারিক প্রয়োগের পরীক্ষা।
কিন্তু,কর্তৃপক্ষের এক কথা,'শুনুন এটা সরকারি হাসপাতাল নয়, এখানে পয়সার বিনিময়ে চিকিৎসা। তাই সেদিকেই বেশি নজর দেবেন।'
...একী দেখছে অরিত্র!এক মৃত ব্যক্তিকে
"আর্টিফিশিয়াল হার্টলাং যন্ত্র" দিয়ে বাঁচিয়ে রাখছে সিনিয়র ডাক্তার!
পুরনো "শপথের" মন্ত্রে বিবেক দংশে উঠল!
গর্জে উঠল সে,’আপনারা ডাক্তার না কসাই?’
...তাৎক্ষণিক ইস্তফা।"মন্ত্রগুপ্তির" যথাযথ সম্মান।মুক্তির শ্বাস খাঁচার বাইরে!