প্রথম প্রেম (পর্ব ১)
প্রথম প্রেম (পর্ব ১)
দিনটি ছিলো খুব জোর বৃষ্টির, আমি তখন পড়ি ক্লাস ৭ এ সেই দিনটি ছিলো আমার প্রথম বারের মতো স্টেট বেঙ্ক যাওয়া।
রিতি মতোই রোজকার স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে রেডি হলাম দিদির সাথে বেঙ্ক যাওয়ার জন্য।
বৃষ্টি তে হাতে ছাতা নিয়ে বেরিয়ে গেলাম আমরা দু-বোন,
বেঙ্কে পৌঁছে ছাতা টা ভাজ করতে করতে জীবনের সেই সব থেকে সুন্দর ঘটনা টা ঘটল
(বাকি টা আগামী পর্বে)
