প্রথম প্রেম (পর্ব ২)
প্রথম প্রেম (পর্ব ২)
আমি প্রথম বার সেই মানুষটিকে দেখলাম যাকে আমি আমার জীবনের প্রথম প্রেম বলি।
তার বর্ণনা দিতে আজও আমার সেরকমই ভালো লাগে যেরকম তখন লাগতো।
তার পরনে ছিলো গোলাপি সার্ট ব্লেক প্যেন্ট।
সে বেঙ্কে এমন ব্যবহার করছিলো মনে হচ্ছিলো সে বেঙ্কেরই কোনো স্টাফ।
আমার দিদি তার যেসব কাজ ছিলো তা সারছিলো আমি কিন্ত সেই সময় তাকেই দেখে যাচ্ছিলাম।
ও খানিকটা পাকা রকমের ছিলো তাই ব্যেপার টা শুধূ আমিই না দিদি ও লক্ষ্য করলো।
আমি দিদি কে বল্লাম দেখ দিদি ছেলে টা কেমন পাকা।
(বাকি টা আগামি পর্বে)

