প্রিয় অসম্পূর্ণতা (পর্ব ২)
প্রিয় অসম্পূর্ণতা (পর্ব ২)
অপহরণ পর্ব :
বসন্ত রঙা আবির প্রেমিকার কপালে শোভা পায়, তা কেবল রূপকথাতেই মানায়... বাস্তবের জগতের ভালোবাসা আজো কাঁদায়... হাজারো প্রতিকূলতার মাঝে প্রকৃতি আজো তার পুরুষকে খোঁজে- যে তার এক চিলতে মায়াবী হাসিতে পরম তৃপ্তি পাবে, তার আলতো খোঁপার আবেশে ভেসে অপার শান্তি পাবে... যে পথের অতীতে পথিক ছিলে তুমি, আজ সেই পথে ধাবমান একা আমি... কিন্তু আজ তুমি অতীত, আর আমি হলাম আগামী... তোমার ধুলোমাখা মুহুর্তগুলোতে থেকে যায় ধ্বংসাবশেষ.... আমি যে আত্মার উর্ধ্বের ভালোবাসাকে খুঁজি, যা কেবল অনুভব করা যায়...
(কলমে : ঋ)
সুর ডায়েরি লেখা বন্ধ করে রোহিনীর ডাকে... এদিকে বিয়ের জোর তোড়জোর চলছে... আজ তারা কনের জন্য বিয়ের বেনারসি কিনতে যাবে, ওদিক থেকে দৈবিক-রাও আসবে অভিরীর Reception-এর শাড়ি কিনতে... সুরকেও যেতে বলেছিল... কিন্তু সুর যায় নি... সে অভিরীর জন্য সামনের কালি মন্দিরে পুজো দিতে যায়... যানজট এড়ানোর জন্য সুর রাস্তা এড়িয়ে পাশের গলিটা ধরে... এই গলিটা একটু ফাঁকাই থাকে... হঠাৎই একটা পুরনো সাদা Ambassador সুরের পথ রোধ করে দাঁড়ায়... সুরকে সাবধান হবার সুযোগ না দিয়েই দুজন যুবক, যাদের মুখ কালো কাপড়ে আচ্ছাদিত- জোর করে সুরকে ধরে তার মুখে একটা রুমাল চেপে ধরে... সুর কিছু বুঝে ওঠার আগেই একটা মিষ্টি গন্ধ এসে তার নাকে আসতেই ধীরে ধীরে সুর জ্ঞান হারিয়ে ফেলে... বলিষ্ঠ চেহারার একজন সংজ্ঞাহীন সুরকে কোলপাজা করে তুলে গাড়িতে উঠিয়ে নেয়... সুরের প্রসাদ মাটিতে পড়ে থাকে, ব্যক্তি দু'জন অতি দ্রুত গাড়ি করে চম্পট দেয়...
অজ্ঞাত ডেরা :
---------------------
ঠিক কত রাত সুর-এর পক্ষে অনুমান করা সম্ভব নয়... চোখ খোলার চেষ্টা করে সুর... কিন্তু পারে না... সে একটু নড়াচড়া করতেই কেউ বুঝি তার কাছে এগিয়ে এলো... তার চোখে মুখে জলের ছিটে পড়তেই ধীরে ধীরে চোখ খোলে সে.... কিন্তু রাতের আর ঘরের আঁধারে কিছুই স্পষ্ট করে দেখতে পায় না সে.... গালে আলতো চাপড় মারে কেউ.... তারপর জলদগম্ভীর গলায় আগন্তুক জিজ্ঞেস করে....
আগন্তুক : Hello, Miss Sur Chatterjee !!! শুনতে পাচ্ছেন !!! চোখ খুলুন... কেমন আছেন এখন !!! কষ্ট হচ্ছে বুঝি !!! ও হো হো হো ওওও... খুব লাগছে তাই না !!!
ঘোরটা একটু কাটতেই সুর অনুমান করতে পারে, তার হাত খুব শক্ত না হলেও বাঁধা আছে, আর মুখে কাপড় গোজা...
আগন্তুক : কষ্ট হচ্ছে ম্যাডাম !! হবারই কথা !!! কষ্ট কাকে বলে তাতো কখনো অনুভবই করেন নি.... মুখে সোনার চামচ নিয়ে জন্মেছেন... বাবার টাকার জোরে প্রতিযোগিতা জিতলেন... লাখ লাখ টাকা পেলেন...
এবার সুর প্রতিবাদ করতে যায়- তার এই প্রতিযোগিতার ফলাফল তার সারাজীবনের সাধনার নৈবেদ্য... কোথাকার কে এসে তার সেই নৈবেদ্যকে অসম্মান করবে, সেটা সুর-এর পক্ষে মেনে নেওয়া অসম্ভব... সুর নড়ে চড়ে তীব্র প্রতিবাদ করতে যায়... কিন্তু মুখ থেকে গোঙানি ছাড়া আর কিছুই বের হয় না....
আগন্তুক : আরে !!! করছো টা কি !!! অত ছটফট করো না... এই নরম পুতুলের মতো হাতে লেগে যাবে তো !!!
আচ্ছা দাঁড়াও, কষ্টটা একটু কমিয়ে দিই...
আগন্তুকের এ হেন প্রস্তাবে সুর নিজের ভাব প্রকাশ করতেই ভুলে যায়... ধীরে ধীরে তার সবটা মনে পড়ে... সে অভিরীর জন্য পুজো দিয়ে ফিরছিল... হঠাৎই একটা পুরনো সাদা Ambassador তার পথরোধ করে... তারপর সেই মুখঢাকা দুই যুবক... সেই মিষ্টি গন্ধটা... তারপর !!!? আর কিছু মনে নেই সুর-এর... তাহলে কি ওই দুই যুবক তাকে তুলে এনেছে !!! সে কি 'অপহৃত' !!! কি করতে চাইছে তারা সুর-কে অপহরণ করে !!! প্রতিযোগিতার টাকাটা চাইবে !!! না কি তার তথাকথিত 'বাবা' নীহার চ্যাটার্জির কাছ থেকে মুক্তিপণ চাইবে !!! না কি তার আরো বড় কোনো ক্ষতি করবে !!! নিজের মনের সাথে অন্তর্দ্বন্ধ চালাতে চালাতে সুর নিজের হাতের বাঁধন খোলার চেষ্টা করতে থাকে... সুর-এর নিষ্ফল চেষ্টা দেখে কোনো বাক্য ব্যয় না করে আগন্তুক উচ্চস্বরে হেসে ওঠে... তারপর পাশের যুবকটি ইশারায় সুর-এর মুখের কাপড়টা খুলে দিতে বলে...
সুর : তোমরা কারা !!! আমাকে কেন এখানে ধরে এনেছো !!! কি ক্ষতি আমি তোমাদের !!! ছেড়ে দাও... ছেড়ে দাও আমাকে Please.... কেন আমার সম্মানে অযথা কালি লাগাচ্ছো !!! আমি তো তোমাদের চিনিও না....
আগন্তুক : জানিইইইইইই
আগন্তুক আচমকা চিৎকারে সুর হতভম্ব হয়ে যায়... চোখ ফেটে জল আসে তার...
সুর : (কান্নাভেজা গলায়) আমি কি ক্ষতি করেছি তোমাদের !!! কেন আমার ক্ষতি করছো !!!
আগন্তুক : (ধমকের সুরে) এই... কি ক্ষতি করেছি তোমার !!! তোমার সাথে কোনো অশালীন ব্যবহার করেছি !!! তোমাকে ছুঁই নি পর্যন্ত....
সুর : দেখো... আমি Business Tycoon নীহার চ্যাটার্জির মেয়ে, তার উপর সদ্য অতো বড় প্রতিযোগিতা জিতেছি... কাল না হয় পরশু, পুলিশ ঠিক Trace করে আমাকে খুঁজে বের করবে... কিন্তু এই অপহরণের রাতের কালিমা আমার জীবন থেকে সমাজ কখনো মুছতে দেবে না... সারাজীবনের জন্য একটা কলঙ্ক লেগে যাবে আমার জীবনে...
আগন্তুক : (হিমশীতল গলায়) এইটাই তো আমি চাই... তোমার বাবা বুঝুক, আপন কারুর গায়ে সারাজীবনের মতো মিথ্যে কলঙ্ক লাগালে ঠিক কেমন লাগে !!! একটা মিথ্যে কলঙ্ক যখন আপনজনদের জীবন তছনছ করে দেয়, যখন তাদের স্বেচ্ছামৃত্যুকে বেছে নিতে হয়- তখন এই সবটা চোখের সামনে দেখতে ঠিক কতটা কষ্ট হয় !!!
সুর লক্ষ্য করলো, শেষ কথাগুলো বলার সময় আগন্তুকের গলাটা কেমন যেন কেঁপে উঠল....
Chatterjee Mansion :
দেবতনু : দেখো নীহার, আমরা সবটা বুঝতে পারছি... কিন্তু তোমাকে তো এটাও বুঝতে হবে, বিয়ের আর মাত্র এক সপ্তাহ বাকি... এর মধ্যে সুর-কে খুঁজে পাওয়া না গেলে তোমাদের সাথে আমাদেরও যথেষ্ট Embarrassed Situation-এর মধ্যে দিয়ে যেতে হবে- বুঝতে পারছো !!!
নীহারবাবু একজন দক্ষ IPS অফিসারকে নিযুক্ত করে সুর-কে খোঁজার জন্য.... নীহারবাবু কোনোভাবেই চান না, সুর-এর নিখোঁজ হওয়া নিয়ে থানা, পুলিশ, মিডিয়া- কিছু করতে... আর সাতদিন পর অভিরীর বিয়ে... তার মধ্যে এইসব...
IPS Officer : যে বা যারা সুর-কে Kidnap করেছে, তারা খুব ঠান্ডা মাথায় Plan করেছে... না হলে, বেছে বেছে শহরের ব্যস্ততম রাস্তার পাশের গলি বাছলো, যেখানে কোনো CCTV নেই... আর সামনেই পুজো দিতে গেছে বলে সুর ফোন নিয়ে যায় নি, তাই ফোন মারফত Trace করার সুবিধাও নেই...
নীহার : আচ্ছা, সুর-এর Phone Records...
অভিরী : সুর-এর Phone Records দেখে কোনো লাভ নেই, Dad... ও তো এমনিতেও Phone lock করে রাখে না, চাইলে আপনারা দেখতেই পারেন... তবে আমি লিখে দিতে পারি, সুর-এর Phone Records-এ এমন কোনো Call বা Message বা Whatsapp Message নেই, যাতে কি না কোনো সন্দেহ বা Clue পাওয়া যায়...
IPS Officer : তবে একটা কথা ঠিক, ওরা অনেকদিন ধরেই সুর-এর উপর লক্ষ্য রেখেছে.... সুর-এর সম্পর্কে সব তথ্য নিয়ে ওরা কাজটা করেছে... মানে সুর কখন, কোথায় যায়, কখন ওর সাথে গাড়ি থাকে বা ওর সাথে Purse থাকে বা থাকে না... আর থেকেও বড় ব্যাপার, প্রায় আট ঘন্টা হতে চললো- এখনো মুক্তিপণ চেয়ে কোনো ফোন এলো না... তাহলে, অপহরণকারীদের দাবিটা কি !!!
নীহার বাবু আর IPS Officer খুঁটিয়ে লক্ষ্য করছে TV-এর Screen-এ... ওই গলিটার Footage পাওয়া যায় নি, তাই ওরা বড় রাস্তার Footage দেখছে... যদি কোনো সন্দেহভাজন গাড়ি বা কোনো Clue পাওয়া যায়... কিন্তু ব্যস্ততম রাস্তার অবিরত গাড়ির ভিড়ে কিছুই বোঝা গেল না, সুর কোন গাড়িতে আছে !!! একই সময় একই Signal দিয়ে একাধিক গাড়ি চলে যাচ্ছে... হতাশ হয়ে পড়ল IPS Officer আর নীহার... কিছুই মাথায় আসছে না তাদের- কোন পথে এগোবে তদন্ত !!!
অজ্ঞাত ডেরা :
---------------------
সুর : দেখুন, আমি বুঝতে পারছি আপনি কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন... যখন পুরনো অমলিন স্মৃতিরা দোলা দিয়ে যায়, মূহুর্তরা প্রতিক্ষণে কাঁদায়... কিন্তু তাই বলে, যে দোষী নয়- তাকে আঘাত দিতে হবে !! জীবনের প্রতিটা কঠিন সময়ে নিজের ভালো রাখাটা, নিজের অন্তরকে শান্তি প্রদান করাটা খুব দরকার... জীবনের গোলক ধাঁধার সমাধান খুঁজতে আমরা সবাই তো ব্যস্ত বলুন...
আগন্তুক : এইসব বড় বড় কথাগুলো মুখে বলা খুব সহজ মিস সুর চ্যাটার্জি... সহ্য করাটা নয়... পারবে... পারবে... পারবে সহ্য করতে আমি যদি তোমাকে !!!
বলেই আগন্তুক সুরের বুকের আঁচল টেনে সরিয়ে সুর-এর গ্রীবার কাছে নিজের মুখ নামিয়ে আনে...
নাহহহহহহ.... নাহহহহ..... Please....
আর্তনাদ করে ওঠে সুর... কাপড়ে মুখ ঢাকা থাকলেও আগন্তুক চোখ তুলে দেখে জানলা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে সুর-এর নিষ্পাপ মুখের উপর- চাঁদের আলো এমনভাবে এসে পড়েছে সুর-এর মুখে যেন সুর-এর মুখটি চাঁদের জোছনায় মাখা, চোখের পাতায় যেন ভোরের শিশির কণা লেগে... চোখ বন্ধ করে সুর ভয়ে থরথর করে কাঁপছে... কিছুক্ষণ অপলকে তাকিয়ে থাকে সুরের দিকে.... তারপর আগন্তুক নিজেকে সরিয়ে আঁচল দিয়ে ঢাকা দিয়ে দেয় সুরের ঠিক যেন ফুলের কেশরের উন্মুক্ত পরাগ রেণুর মতো কোমল দেহতনু.... অবিন্যস্ত ভাবে মুখের উপর ছড়িয়ে থাকা চুলের গুচ্ছগুলোকে একটু একটু করে সরায়... সুর-এর মাথায় ভরসার হাত রেখে আত্মগ্লানি ভরা কন্ঠে বলে,
আগন্তুক : Sorry.... I... I'm extremely Sorry.... আসলে আমি মাথাটা ঠিক রাখতে পারি নি...
সুর : (কাঁদতে কাঁদতে) অনুভূতি আর মানুষ, দুই-ই অবিনশ্বর... কঠিন সময়ের অনুভূতিগুলো আমাদের শিখিয়ে দেয় জীবন মসৃণ নয়... সেখানে অনেক অলি-গলি, চড়াই-উতরাই আছে... জীবনের প্রতিটা অধ্যায় জীবনের সামনের পথে এগিয়ে যাবার বিভিন্ন ধরনের শিক্ষা শিখিয়ে যায়... আমরা ভুল করি নতুন নতুন অভিজ্ঞতা লাভ করার জন্য, কিন্তু হার মেনে নিলে চলবে না.... ছোট ছোট ভাঙন থেকেই কিন্তু জীবন নষ্ট হতে শুরু হয়, কিন্তু একবার ভাঙন ধরলে কিন্তু পুরোটা ভেঙে চুরে রক্তাক্ত হতে বেশি সময় লাগবে না... জীবন তো ভাঙাগড়ার মাঝেই পরিপূর্ণতা লাভ করে... কিন্তু জীবনের চোরাগলির পথে অনেক অলিগলির অন্ধকার বাঁক থাকে, সেখানে পথ হারালেই কিন্তু নিজেকে খুঁজে পাওয়া মুশকিল...
আগন্তুক : এত ভাবতে হবে না তোমাকে... একটু পরে তোমার জন্য খাবার পাঠানো হবে... আর হাতটাও খুলে দেওয়া হবে... খেয়ে নিও... আশা করি বুঝতে পারছো, আমরা তোমার জন্য Harmful নই... So Please, Cooperate with Us....
কিছুক্ষণ পর :
~~~~~~~~~~
আগন্তুক : কি রে !!! খাবার খেয়েছে !!!
ছোটকু : নাহহহ দাদা... অজ্ঞান হয়ে গেছে... গায়ে ধুম জ্বর...
আগন্তুক : হুমমমম... খুব ভয় পেয়ে গেছে... Stress থেকেই এমনটা হয়েছে... শোন, আমি একটা Injection নিয়ে আসছি... তুই একটা খাটিয়ার ব্যবস্থা কর... তারপর তুই চলে যাস... I'll take care of Her....
(কোন পথে এগোবে তদন্ত !!! কে এই আগন্তুক !!! সে কি সুর-এর জীবনে কি হয়ে এলো- আর্শীবাদ না অভিশাপ !!!)

