ফটোশুট:-
ফটোশুট:-


পার্কের চেয়ার গুলোতে বসে আছেন অনেকেই, আরঅনতিদূরে ঘটতে থাকা ঘটনাটি দেখে মজা করছেন নিজেরা নিজেদের মধ্যে। সেনবাবু হাতে একটি চকোলেটের প্যাকেট আর গোলাপ ফুল লুকিয়ে এগিয়ে আসছেন সেন গিন্নির দিকে। পেছন থেকে একজন ফোরণ কাটলো "আপনার ম্যাডামের মিষ্টি খাওয়াতে বারণ নেই তো দাদা, না বয়স তো ওনারও হয়েছে তাই বলছি!!!" পাত্তা দিলেন না সেনবাবু, আপনমনে এগিয়ে চলছেন তিনি।
*************
"মুখে হাসি রেখো বাবা", নির্দেশ দিচ্ছে লেন্সের পেছনে থাকা তাদের ফটোগ্রাফার ছেলে দীপ। কাঁপা কাঁপা হাতে চকলেট আর গোলাপটি এগিয়ে দিলেন তিনি সেন গিন্নির দিকে। লাজুক মুখে চকোলেট আর ফুলটি নিলেন সেন গিন্নি।
"এই দিকে তাকাও তোমরা" আর এই বলেই ক্যামেরা থেকে ছিটকে এলো এক আলোর ঝলকানি।
"পারফেক্ট শট দিলে তোমরা" বলতে বলতে হাসতে হাসতে এগিয়ে এলো দীপ। হ্যাঁ, ষাটোর্ধ্ব এই প্রেমী-যুগল আজ আবার মন হারালেন একে অপরের হয়ে একে অপরের জন্যে, আর ক্যামেরাবন্দি হয়ে রইলো এই মুহূর্তটি। আজ তাদের ৩৭তম বিবাহবার্ষিকীর ফোটোশুট ছিল যে....