নতুনের ডাকে:-
নতুনের ডাকে:-
"সাহস কি করে হয় আমাকে এমন কুপ্রস্তাব দিতে মিস্টার দেশমুখ?" বলে অফিসের সকলের সামনে মিস্টার দেশমুখকে কষিয়ে চড় লাগিয়ে বেরিয়ে যায় নিষ্ঠা। নিষ্ঠা দেশমুখবাবুর অধস্তন কর্মচারী, নিষ্ঠা কে প্রস্তাব দিয়েছেন সে যেনো বছরের শেষ দিনটায় তেনাকে সবদিক দিয়ে খুশি করে দেয়, তাহলে আগামীবছরে নিষ্ঠার প্রমোশন পাক্কা। নিষ্ঠা মানা করলে তিনি জোর করা শুরু করেন আর ফলস্বরূপ নিষ্ঠা চাকরির মায়া ছেড়ে সজোরে পাঁচ আঙ্গুল বসিয়ে দেয় তেনার গালে।
******************
নতুন বছরে কতিপয় কচিকাঁচাদের নিয়ে হারমোনিয়ামে সুর তুলছে নিষ্ঠা। হ্যাঁ,গান শিখিয়ে মাসের শেষে মাত্র গুটিকতক টাকাই হয়তো রোজগার হবে কিন্তু সৎপথে থেকে সম্মানের সাথে স্বল্প আয়ে খুশি থাকার সংকল্প করেছে সে। এভাবেই পুরাতন কে বিদায় দিয়ে নতুন কে স্বাগত জানাবে নিষ্ঠা....