নগ্ন প্রেম
নগ্ন প্রেম
বিছানার দুপাশে দুটি নগ্ন দেহ পড়ে রয়েছে। একটি পুরুষ এবং একটি মহিলা। দেখলে মনে হবে আমরা যেন কয়েক হাজার বছর পিছিয়ে গিয়েছি। শারীরিক খুধায় লিপ্ত হয়ে অবশেষে যেন তৃপ্তির ঘুম ঘুমাচ্ছে তারা। বিল্ডিংয়ের তিনতলায় অবস্থিত কামরাটি পূর্বদিকে সুবিশাল একটা কাঁচের জানালা। মেঝেতে একটা খালি কন্ডমের প্যাকেট পড়ে রয়েছে। সকালের প্রথম সূর্যের আলোটা এসে পরে সায়নির চোখে, একটু বিব্রত হয়েই চোখটা খোলে সে। সামনের দেওয়ালে একটা আয়না রাখা রয়ছে, আয়না বলাটা হয়তো ভূল হবে ড্রেসিংটেবল রয়েছে, সায়নি সেটার সামনে গিয়ে দাঁড়ায় একটা সুঠাম দেহ, শরীর থেকে যৌবন ফেটে পড়েছে তার। ইতমধ্যে সায়নের ঘুম ভাঙে সায়ন বিছানা ছেড়ে উঠে হাপ প্যান্টটা পড়ে নেয় তারপর নিচে পড়েথাকা কন্ডমের প্যাকেটটা তুলে নিয়ে পাশে রাখা ডাসবিনে ফেলেদিয়ে বিছানার একপাশে পড়েথাকা সায়নির নাইটগ্রাউন্ডটা নিয়েগিয়ে তাকে দিয়ে বলে এটা পড়ে নাও, কি দেখছো ওভাবে? সায়নি বলে আমার ফিগারটা কত মেন্টেন করি জানো। সায়ন বলে সেতো বুঝতেই পারছি কি নেবে চা না কফি। সায়নি বলে ব্লাক কফি। সায়ন বলে তুমি বাথরুমে গিয়ে ফ্রেস হয়ে নাও আমি কফিটা অওডার করছি। সায়নি বলে ঠিক আছে এই বলে সে বাথরুমে চলে যায়। ব্রাসে মাজন নিয়ে সায়ন বেল বাজায় কয়েক মুহুর্তের মধ্যেই একজন রুম সার্ভিস এসে হাজির। মন্দারমনীর এই হোটেলটার পরিকাঠামো খোবই ভালো। কোনকিছুর অভাববোধ করতে দেয়না কাষ্টমারদের। ছেলেটি এসে জিঙ্গাসা করে কিছু লাগবে স্যার? দাঁত ঘসতে ঘসতেই সায়ন বলে দুটো ব্লাক কফি। ছেলেটি জিঙ্গাসা করে আর কিছু স্যার? না এখন আপাতত এটাই পরে ব্রেকফাস্ট নেব। ছেলেটি চলে যায়, সায়নি বাথরুম থেকে বেড়িয়ে আসে। সায়ন বলে কফি আসছে আমি ফ্রেস হয়ে আসছি কফি খেয়ে একটু বেরবো তুমি যেতে চাইলে যেতে পারো আমার সাথে। সায়নি বলে ঘুমটা ঠিকঠাক হয়নি কফি খেয়ে আর একটু ঘুমাতে পারলে হতো। সায়ন বলে ওকে তাহলে তুমি ঘুমিয়ো আমি একটু সমুদ্রতীর থেকে ঘুরে আসবো, যদি কিছু দরকার হয় বেলবাজিয়ো রুমসার্ভিস চলে আসবে। সায়ন ফ্রেস হয়ে একে বারে রেডি হয়েই আসে ততক্ষণে কফি চলে এসেছে। কফিতে দুটো চুমুক দিয়ে সায়নি বলে না থাক এখন আর ঘুমাবোনা তোমার সাথে একটু ঘুরেই আসি পাঁচ মিনিট সময় দিয়ো আমায়। সায়ন সন্মতি দেয়। কফি শেষ করে তৈরি হয়ে নেয় সায়নি তারপর তারা রওনা হয় সমুদ্রের পথে।
সমুদ্রতীরে ঘুরতে ঘুরতে সায়নি বলে এটাই বেশ জীবন তাইনা শরীর খাবার চাইলে একটা ডেটিংয়ে বেড়িয়ে পরো তারপর দুদিন ফুলটুস মস্তি করে আবার নিজের লাইফ লিড করো, কোন চাপনেই। ঐ বিয়ে টিয়ে যত ফালতু ঝামেলা। সায়ন বলে না আমিঠিক
এই বিষয়ে তোমার সাথে একমত হতে পারলাম না। যেখানে কোন বাঁধন নেই, যেখানে কোন মায়ার বাঁধন নেই, যেখানে কোন আন্তরিকতার বালাই নেই সুধু মাত্র শরীরী প্রমের মাধ্যমে জীবনের উচ্ছাস আমি বিলিফ করতেই পারিনা। সায়নি বলে এই ডেটিংয়েআসার মানে কি? সায়ন বলে এটা একটা উপলব্ধি মাত্র তবে সত্যিকথা কি জানো এখানে জীবনের কোন উচ্ছাস আমি উপলব্ধি করতে পারলামনা। আগামী কাল আমরা শহরে ফিরে যাবো তারপর তুমি তোমার পথে আমি আমার পথে আর এই উন্মাদনার জন্য টাকা খরচ করে এতদূরে আসার কোন মানেই হয়না। এই পেমতো অনেক কম খরচে সোনাগাছিতেই পাওয়া যায়। সায়নি বলে তুমি বুঝতে পারছোনা বিয়ে, সংসার এ সবের মানে হলো নিজেকে আটকে ফেলা নিজের ব্যক্তি স্বাধীনতাকে চিরতরে বিসর্জন দেওয়া। বাড়ির লোকেদের প্যান প্যানানি এটা করতে নেই ওটা করতে নেই তার পর দুই বছর পর সন্তান প্রসব তাবে বাঁচতে ব্রেস্টমিল্ক দিতে গিয়ে নিজের ফিগারের সর্বনাশ যাস্ট ইম্পশেবল। সায়ন বলে ঠিকই বলেছো তুমি আজথেকে বিশ বছর পূর্ব তোমার মাও যদি ঠিক এমনটাই ভাবতো তাহলে আজ হয়তো এই সমুদ্রের তীরে দাঁড়িয়ে এই কথাগুলো তুমি বলতে পারতে না। শরীরী প্রেমটা একটা সময় গিয়ে আর থাকেনা তখন মন এমন কাউকে চায় যে সবটুকু ভাগ করে নেবে সুখ, দুঃখ, ভালো, মন্দ সবটুকু আর তুমি যখন সেটা বুঝবে তখন হয়তো তোমার জীবনে অনেকটা দেরি হয়ে যাবে। যাক তোমার সাথে এখন এসব আলোচনা করে লাভ নেই কিছু খাবে? সায়নি বলে না রুমে ফিরে খাবো। সায়ন বলে আমিকি কিছু ভূল বলে থাকি আমায় ক্ষমা করে দিয়ো এটা আমার ফিলিংস, ভেবোনা আমি এটা তোমার উপর চাপিয়ে দিতে চাইছি। সায়নি বলে না সায়ন তোমার কথাশুনে আমি বুঝতে পেরেছি আমার চিন্তাধাটা ভূল তুমিই ঠিক কারণ যৌবন একদিন শেষ হয়ে যাবে তখন মনযে অসহায় হয়ে পড়বে। এটা আমাকে বুঝিয়ে দেবার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। সায়ন বলে তুমিতো আমার বন্ধু আর বন্ধুত্বে ধন্যবাদ আর সরির কোন জায়গাই নেই।
🙏 সমাপ্ত 🙏
