মোঃ সাহানুর রহমান শাওন
মোঃ সাহানুর রহমান শাওন
মোঃ সাহানুর রহমান শাওন। নামটি আগে পরিচিত না হলেও বর্তমানে বগুড়া এর প্রায় সবার কাছেই পরিচিত। বর্তমানে সে পিপল আই কোম্পানির সিইও। এইটা একটা সংস্থা, যার মূল্য উদ্দেশ্য নিরক্ষর শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দেওয়া ও দুবেলা না খেতে পাওয়া মানুষের কাছে খাবার দিয়ে সহযোগিতা করা। তার এই কাজে আমরা সবাই গর্বিত। বর্তমানে তার এই উদ্যোগ এর ব্যাপারে সবার মাঝে অতোটা আগ্ৰহী না হলেও সে চেষ্টা করে যাচ্ছে। তার এই কাজে আমরা সবাই মিলে তাকে সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
কিছু উপদেশঃ
১) ইংরেজি কথোপকথন এর প্রতি গুরুত্ব।
২) প্রকৃত ও আদর্শিক নেতৃত্ববোধ।
৩) আইসিটি সম্পর্কে বিস্তারিত জ্ঞানার্জন।
৪) অলিম্পিয়াড থেকে যথাসম্ভব দূরে থাকা।
৫) সংবাদ গণমাধ্যম ভিত্তিক কন্টেন্ট নিয়ে কাজ করা।
পিপল আই কোম্পানির সিইও
মোঃ সাহানুর রহমান শাওন
বগুড়া ইংলিশ স্পোকেন ক্লাব
সিইও ও লেখক
মোঃ সাহানুর রহমান শাওন
দোয়া ও শুভকামনা রইল প্রিয় ভাইয়া।
