STORYMIRROR

Mitali Chakraborty

Romance

1  

Mitali Chakraborty

Romance

মিষ্টি জল

মিষ্টি জল

1 min
436

সকালের কাগজ পড়তে পড়তে কর্তামশাই হাঁক দিলেন, 'এক গ্লাস জল দেবে গো সুমি'। চেঁচিয়ে বললাম, 'জল টাও হাতে তুলে দিতে হবে? ঠুঁটো জগন্নাথ হয়ে গেছো একদম' বলে ধড়াম করে জলের গ্লাস টা রাখলাম। উনি কিছু প্রত্যুত্তর না করে চুপচাপ জল টা খেয়ে নিলেন।

পর দিন সকালে ওনার বলার আগেই জলের গ্লাস টা রাখতে যাচ্ছি দেখলাম আগে থেকেই আরেকটি জলের গ্লাস রাখা।

আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম,'ওই গ্লাসের জল টা?' কর্তামশাই মুখখানা কাঁচুমাচু করে বললেন 'ওই জল খাওয়া গেল না'...

আমি অত্যধিক আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম 'কেনো'? 

উনি বল্লেন, 'ওই গ্লাসের জল তোমার হাত থেকে পাওয়া জলের মতন মিষ্টি নয় গো সুমি'.... 

পেছন থেকে হঠাৎ কন্যারত্ন টি বলে উঠলো, 'আহা!প্রেম যে জমে ক্ষীর...'


Rate this content
Log in

Similar bengali story from Romance