STORYMIRROR

Anishri's Epilogue

Romance Others

3  

Anishri's Epilogue

Romance Others

মেঘভাঙা রোদ (Part 2)

মেঘভাঙা রোদ (Part 2)

3 mins
230


Tulip Hospital, Auditorium Room :

------------------------------------------------------


টিউলিপের Auditorium Room-এ সমস্ত Junior Doctor-রা এসে বসেছে... একে একে টিউলিপের C.E.O. Dr. সমরেশ চ্যাটার্জি, ওনার স্ত্রী এবং Managing Committee-র Member মিসেস মীনাক্ষী চ্যাটার্জি, Chief of Surgeon Dr. পৃথা রায়, Senior most Doctors Dr. সৌহার্দ্য এবং Dr. আজান... সমস্ত Senior Doctors- Dr. বিহান, Dr. নীলিমা, Dr. পরমা, Dr. কিশলয় এবং অন্যান্যরা... কিশলয় ও নীলিমার চোখ শুধু দরজার দিকে... ওদের আজান স্যারও মাঝে মাঝেই আড় চোখে দরজার দিকেই দেখছেন... Dr. সমরেশ তার Introductory Speech শুরু করলেন...


হিয়া তৃষার পাশে এসে বসেছিল... তারা দুজনেই পাহাড়ের বাতাসীগাঁও-এ পাশাপাশি গ্রামে থাকায় পূর্বপরিচিত... আজ হিয়ার বহু প্রতিক্ষিত স্বপ্নপূরণের দিন... সে আজ তার সৌহার্দ্য স্যারের ছাত্রী... তার সব শ্রদ্ধা তো ওনার পায়েই সমর্পণ করেছে সে... সার্থককে হারানোর পর তো এই স্বপ্নটুকুই তার পাথেয় ছিল... কথাটা ভেবেই হেসে ফেলে হিয়া... সার্থককে সে পেলই কখন যে হারাবে !!! সবার অলক্ষ্যে নিজের চোখের জলটা মুছে স্বাভাবিক হবার চেষ্টা করে... সবাই তাকে Talkative, Out Spoken বলে... অথচ নিজের নূন্যতম চাওয়াটুকু কখনো মুখ ফুটে দাবী করে পারে না সে... আর সেইজন্য আজ তার মনটা অন্ধকারে হারিয়ে গেছে... সেখানে কোনোদিন আর আলো এসে পড়বে না... তাই জ্ঞানের আলোটুকুকেই পাথেয় করতে চায় সে...


Dr. সমরেশের Speech-এ মন দেয় হিয়া... উনি সবাইকে Introduce করিয়ে দিচ্ছেন...


Dr. সমরেশ : and the most Promising Doctor of our Tulip Hospital & Medical College is....


নেপথ্যে : May I Come in Sir....


Auditorium-এর দরজা ঠেলে সে ঢোকে.... যেন একটা আলোর দ্যুতি এসে পড়ল গোটা Auditorium-এ....


Dr. সমরেশ : one of World's Top Five Heart Surgeon & Cardiologist, Doctor Ujaan Chatterjee.....


উজানকে ঢুকতে দেখে নীলিমা আর কিশলয়ের মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে... কিন্তু হিয়া 440Volt শক খাওয়ার মতো আৎকে উঠে তৃষার হাত শক্ত করে আঁকড়ে ধরে....


তৃষা : আরেএএএএএ হিয়াআআআআআ....


হিয়া : (চোখ গুলো বড় বড় করে) তি... তি... তি.... তি... তৃষাআআআ.... এ... এ... এ.... এই ভদ্রলোক....


তৃষা : (অবাক হয়ে) আরে বলল তো, Most Promising Doctor- শুনলি না !!!


হিয়া : (অত্যন্ত উত্তেজিতভাবে) আমি... আমি.... আমি এনাকে চিনি... অত্যন্ত বদ খিচুটি ধরনের লোক....


তৃষা : (অত্যন্ত বিরক্তি আর কিছুটা রাগত সুরে) হিয়া, তুই কি জানিস তোর Androphobia আছে, যার জন্য তুই Philophobia-তে ভুগিস... নয়তো যে Handsome Doctor-কে দেখে মেয়েরা Crush খায়, তাকে দেখে তুই খাবি খাচ্ছিস....


তৃষার শ্লেষটা হিয়া গায়ে না মাখলেও এক লহমার জন্য সার্থকের মুখটা তার চোখে ভেসে উঠলো... হিয়া মুখে আলতো হাসি টেনে বলতে শুরু করে,


হিয়া : আমাদের Viva-র দিনটা তোর মনে আছে !! আমরা ভাবতেই পারি নি যে শেষমেশ Vivaটা আমরা দিতে পারব... আসার পথে একটা Road Accident হয়েছিল... আমাদের বাসটাকে ঘুরিয়ে সবাইকে স্টেশনে ছেড়ে দিল... সেদিন ভাগ্যিস ট্রেণটা তাড়াতাড়ি পেয়ে গেলাম... এসেই আমি Library-তে ব্যাগটা রেখে Viva দিতে গেলাম... তারপর তুই গেলি....


তৃষা : হ্যাঁ... সেদিনও কোন ছেলের সাথে তোর ঝামেলা হয়েছিল !!


হিয়া : Exactly... আমি বেরিয়ে দেখি Library বন্ধ... ইনি অপর দিক থেকে আসছিলেন... আমি ভাবলাম- ইনিই বোধহয় Librarian... তো ওনাকে জিজ্ঞেস করলাম- স্যার, আমি কি Libraryটা খুলতে পারি !! উনি শুরুই করলেন- 'Disgusting !! আপনি যেখানে আমিও সেখানে Idiot...' তারপর ঝা ঝা করে যে কি কি বলে গেলেন !! আমি পরে মনেই করতে পারলাম না... শুধু আমার কানে তালা লেগে গেল... 


এক নিঃশ্বাসে কথাগুলো বলে কিছুটা থেমে একটা বড় নিঃশ্বাস নেয় হিয়া.... তারপর বলে,


হিয়া : ওনার সাথে যেন আমাকে কোনোদিনও কথা বলতে না হয়... বাপ রে !!!


তৃষা : (হিয়াকে চোখ টিপে বলে) হয়তো ওনার সাথেই তোকে সারাজীবন কথা বলতে হবে দেখিস.... 





Rate this content
Log in

Similar bengali story from Romance