STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Inspirational Others

3  

Sayandipa সায়নদীপা

Inspirational Others

মাতৃত্ব

মাতৃত্ব

1 min
490

গেটের সামনে মহিলাকে দেখে ঠোঁট কামড়ালেন ইন্সপেক্টর অবিনাশ। সঙ্গে মহিলা পুলিশ আনা উচিৎ ছিল, ইনি নিশ্চয় তাদের বাধা দেওয়ার চেষ্টা করবেন। 


"আমার ছেলে তিনতলার গোডাউনে লুকিয়ে রয়েছে। যান..."

দরজার কাছ থেকে সরে গেলেন মহিলা, চমকে উঠলেন অবিনাশ। অবিনাশরা ভেতরে ঢোকার আগে মহিলা বললেন, "আমার ছেলেই মেয়েটার সর্বনাশ করেছে, আমার কাছে সে কথা স্বীকার করেছে সে। দেখবেন ও যেন উপযুক্ত শাস্তি পায়, ওকে কোনোভাবেই ছেড়ে দেবেন না।"


মহিলার মুখের দিকে অবাক হয়ে তাকালেন অবিনাশ। টের পেলেন নারী শুধু কোনো একজনের মা নয়, নারী আসলেই দুর্গতিনাশিনী।



Rate this content
Log in

Similar bengali story from Inspirational